‘তাণ্ডব’ সিনেমার স্টান্টম্যান মনির হোসেনের মৃত্যুতে শোকের আঁচ লেগেছে সিনেমা পাড়ায়। সামাজিক মাধ্যমেও শোক জানিয়েছেন অনেকে। এরমধ্যে অনেকে জানতে চাইছেন মৃত স্টান্টমায়নের পরিবারের পাশে আদৌ কি থাকছেন সিনেমা সংশ্লিষ্টরা? এবার সেসবের জবাব দিলেন ‘তাণ্ডব’ নির্মাতা রায়হান রাফী।
সংবাদমাধ্যমকে তিনি জানান, মনিরের পরিবারের পাশে তিনি এবং শাকিব খান সাধ্যমত পাশে থাকবেন। রাফীর কথায়, আমরা একটা পরিবার হয়ে কাজ করছিলাম। কিন্তু যেটা হলো সেটা অনাকাঙ্খিত ঘটনা। এরসঙ্গে আমাদের কোনো সংযুক্তি নেই। তাই বলে মানবিকতাশূণ্য হতে পারি না। আমরা শুটিং স্পটে মনিরের আত্মার শান্তি কামনায় মিলাদ পড়িয়েছি। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি মনিরের দুই সন্তান। স্ত্রী থাকেন জর্ডানে। এক বোন রয়েছে অবিবাহিত। খবরটি শাকিব ভাইও অবগত। আমরা একমত হয়েছি ওদের জন্য কিছু করার, আমরা ঢাকায় ফিরেই আমাদের সাধ্যমত পাশে থাকব।
আরও বলেন, শুটিং স্পটে আমাদের খাদ্যাবাসে চর্বির আধিক্য অসুস্থ হয়ে পড়ার জন্য যথেষ্ট দায়ী। আমার মনে হয় এটার পরিবর্তন করে শৃঙ্খলায় আনা উচিৎ। পাশাপাশি তিনি স্বীকার করেন, শুটিং স্পটে স্ট্যান্টম্যানদের জন্য জীবন ঝুঁকি বীমার হওয়া উচিৎ।
শনিবার (৩ এপ্রিল) শুটিং শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির। এসময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেচিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এরকমই জানান ছবির পরিচালক রায়হান রাফী।
‘তাণ্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসন্ন কোরবানি ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-এর।
এসএন