একই দিনে চার দেশে হামলা, গাজায় নিহত আরও ৫ — বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইসরায়েলি বাহিনী ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় একযোগে হামলা চালিয়েছে। গাজায় নতুন বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৫ জন ফিলিস্তিনি। এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ড দখলের অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা, যার পর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

গাজায় পরিস্থিতি চরম সংকটাপন্ন হয়ে উঠেছে। টানা ৬৫ দিন ধরে চলা অবরোধের কারণে খাদ্য, পানি ও জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। নতুন হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিরাপত্তা মন্ত্রিসভার নির্দেশে ইসরায়েল আরও বিধ্বংসী অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, যা ২০ লাখের বেশি গাজাবাসীর জীবনে আরও বিপর্যয় ডেকে আনতে পারে।

মধ্যপ্রাচ্যের সংকট শুধু গাজা নয়, ছড়িয়ে পড়েছে ইয়েমেন, লেবানন ও সিরিয়ার ভূখণ্ডেও। এসব হামলার ফলে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে ইসরায়েলের আগ্রাসী অবস্থান নিয়ে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি কোনও প্রতিক্রিয়া না জানালেও, ফিলিস্তিনিদের জন্য আগের খাদ্য সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।



এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ