ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দসহ অন্যান্য স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হুদেইদাহ বন্দরে হামলার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই এবার ইয়েমেনের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা ঘটনা ঘটল। এতে ৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বিমানবন্দরে থাকা মানুষকজনকে সরে যেতে সতর্ক করেছে ইসরায়েল। রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ঘটনায় গতকালই হুদেইদাহ বন্দরে পাল্টা হামলা চালায় তেল আবিব।
ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে বলেছে, সরে না গেলে আপনি নিজেকে বিপদে ফেলবেন। এছাড়া তারা বিমানবন্দরের আশপাশ এলাকার একটি মানচিত্র প্রকাশ করেছে।
বিমানবন্দরের তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তিনি বেসামরিক বিমান, বর্হিগমন হল, রানওয়ে এবং হুতি নিয়ন্ত্রিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মঙ্গলবার ইসরায়েল এই হামলা চালিয়েছে।
গাজায় উপত্যকায় ইসরায়ে সামরিক অভিযান সম্প্রসারণের পরই হুতি বিদ্রোহীদের সঙ্গে তেল আবিবের উত্তেজনা আরও বেড়েছে।
টিএ/