ভারতে হামলার আতঙ্ক, কাশ্মীরে স্কুল-কলেজ বন্ধ

পাকিস্তানের আজাদ কাশ্মীর দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে।

অন্যদিকে ভারত-শাসিত কাশ্মীরে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তান আরও হামলা চালাবে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় ভারত-শাসিত কাশ্মীরের কিছু অংশে স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারত-শাসিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ অঞ্চলের সমস্ত স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ ঘোষণা করেছে।

এদিকে আজ সকালে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গালি এলাকায় কামানের গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। অন্যদিকে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছেন, তারা ওই অঞ্চলের বেশ কয়েকটি অংশে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে এ তথ্য জানান তিনি। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের কথাও জানিয়েছেন তিনি।

এছাড়া ভারতীয় যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান।

এসএম/টিএ

Share this news on: