বাংলাদেশ ‘এ’ দল নিউজিল্যান্ড ‘এ’ দলকে হারিয়েছে নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত সেঞ্চুরিতে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই ব্যাটারের দৃঢ়তায় বাংলাদেশ তোলে ৩৪৪ রানের বিশাল স্কোর, জবাবে কিউইরা থেমে যায় ২৫৭ রানে।
ম্যাচে অধিনায়ক সোহান ১১২ রান করে ফিরলেও, ততক্ষণে অঙ্কনের সঙ্গে ২২৫ রানের জুটি গড়েন। অঙ্কন আউট হন ইনিংসের শেষ ওভারে, তার নামের পাশে ছিল ১০৫ রান। ম্যাচ শেষে সতীর্থের প্রশংসা করে সোহান বলেন, “জুটিটা দারুণ উপভোগ করেছি। ও খুব ভালো ব্যাটিং করেছে।”
তিনি আরও বলেন, “নাঈম ও বিজয়ের দুর্দান্ত শুরুর কারণেই আমরা আত্মবিশ্বাস পেয়েছিলাম ৩০০ প্লাস রান করার। আমি সবসময় ক্রিকেটকে দলগত খেলা হিসেবে দেখি। সেঞ্চুরি করেও যদি দল জিতত না, তাহলে ওই ১০০ রানের তেমন কোনো মূল্য থাকত না।”
সিরিজ প্রসঙ্গে সোহান জানান, ‘এ’ দলের এমন সিরিজগুলো বাংলাদেশ ক্রিকেটের কাঙ্ক্ষিত সংস্কৃতি গঠনে সহায়ক। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নতির অনেক সুযোগ আছে বলেও মত দেন তিনি।
জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে সোহান বলেন, “বাংলাদেশের হয়ে খেলতে পারলে সবসময়ই ভালো লাগে। আমি ওয়ানডে ফরম্যাটটাকে বেশ উপভোগ করি। দলের জন্য অবদান রাখতে পারাটা সবচেয়ে বড় ব্যাপার।”
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে নিজের উন্নতি নিয়েও কথা বলেন সোহান। তার ভাষায়, “ভালো খেলছি বলে কাজ করার জায়গা নেই, এমন নয়। প্রতিনিয়ত নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করি। আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিয়মিত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়।”
এসএস