ডিনার ডেটে আনুশকা-কোহলি, ভিডিও মুহূর্তেই ভাইরাল

বিরাট কোহলি বেশ কিছু দিন আগে সামাজিক মাধ্যমে অভনীত কৌরের একটি পোস্টে লাইক করেন। তা নিয়ে নেটিজেনদের মাঝে হইচই পড়ে যায়। তৈরি হয় বিতর্কও। যদিও ইতোমধ্যে বিরাট কোহলি জানিয়েছেন—তিনি মোটেও অভনীতের কোনো পোস্টে লাইক করেননি। বরং এটির দায় তিনি ইনস্টাগ্রামের ওপর চাপিয়েছেন।

সম্প্রতি রাহুল বৈদ্য একটি ভিডিও পোস্ট করে কোহলিকে বিদ্রূপ করেছেন। সেখানে জানিয়েছেন কোহলি নাকি তাকে ব্লক করেছেন। এমনকি তার ভক্তদের দুই পয়সার জোকার বলে বিদ্রূপও করেছেন। এ ঘটনার পর বুধবার রাতে কোহলি ও আনুশকাকে ডিনার ডেটে যেতে দেখা গেল।

সেখানেই ঘটে যাওয়া একটি ঘটনা নজর কাড়ল নেটিজেনদের চোখ। ভাইরাল ভিডিও দেখে চর্চা শুরু, তবে কি অভনীতকাণ্ডের পর বিরাটের ওপর রাগ করে আছেন আনুশকা শর্মা?

এদিন ভারতীয় ক্রিকেটারের একটি ফ্যান পেজের তরফে বিরাট কোহলি ও আনুশকা শর্মার ডিনার ডেটের একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে—এই তারকা জুটি তাদের গাড়ি থেকে নামছেন একটি রেস্তোরাঁর সামনে। জানা গেছে, ভিডিওটি গত মঙ্গলবারের। এটাই বিরাট ও আনুশকার প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স অভনীতকাণ্ডের পর। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি আগে গাড়ি থেকে নেমে হাত বাড়িয়েছেন আনুশকার উদ্দেশে। কিন্তু অভিনেত্রী তার হাত না ধরে গাড়ি থেকে নামেন। শুধু তাই নয়, গাড়ি থেকে নেমেই সোজা হেঁটে রেস্তোরাঁর ভেতরে ঢুকে যান আনুশকা। তার পিছু পিছু যান কোহলিও। বিষয়টি মোটেই নজর এড়ায়নি অনুরাগীদের। এদিন বিরাটের পরনে ছিল সাদা টিশার্ট, কালো জিন্স ও টুপি। অন্যদিকে আনুশকার পরনে ছিল ক্রিম রঙের একটি জাম্প স্যুট।

সামাজিক মাধ্যমে সেই ভিডিও দেখেই এক নেটিজেন লিখেছেন—আমি এটা কী দেখলাম! আনুশকা বিরাটের হাত ধরল না। আরেক নেটিজেন লিখেছেন— পাক্কা স্বামী স্ত্রীর ডায়নামিক।

আমিও আমার বরের হাত ধরি না। তৃতীয় নেটিজেন লিখেছেন—আহা রে বেচারা! চতুর্থ নেটিজেন বিরাটের কথা ধরেই তাকে কটাক্ষ করেন লিখেছেন—অ্যালগরিদম ভুল করে দেখিয়ে দিল যে আনুশকা বিরাটের হাত ধরেনি। কী হবে এবার?

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে ১৩০তম বাংলাদেশ May 08, 2025
img
দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ প্রত্যাহার, সাময়িক বরখাস্ত ২ May 08, 2025
img
থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই পাড়া যাবে আম May 08, 2025
img
বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু ১৫ মে, টার্গেট ১ কোটি May 08, 2025
img
দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৫ May 08, 2025
img
বলি-নায়কদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সাফ উত্তর সোনালি বেন্দ্রের May 08, 2025
img
সেনাপ্রধানের সঙ্গে সৌদি দূতাবাসের নবনিযুক্ত মিলিটারি অ্যাটাশের সৌজন্য সাক্ষাৎ May 08, 2025
img
অভিমান করে বাড়ি ছেড়েছেন শামীমের স্ত্রী May 08, 2025
img
ভারতে নিষিদ্ধ পাকিস্তানের ছবি ও সিরিজ May 08, 2025
img
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট মিলবে ২১-২৭ মে পর্যন্ত May 08, 2025