বলি-নায়কদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সাফ উত্তর সোনালি বেন্দ্রের

নব্বই দশকের অন্যতম আলোচিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে। তাঁর ঝুলিতে হিট ছবির সংখ্যা কম নয়। তবে সে সময় নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছিল বিপুল আলোচনা। নব্বইয়ের দশকে সোনালির সঙ্গে রাজ ঠাকরের প্রেম নিয়ে চর্চা এখনও বহাল। তবে কেরিয়ারের একেবারে প্রথম দিকে অনেক নায়কের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। সে সময় যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কখনও কথা বলেননি অভিনেত্রী। সম্প্রতি নিজের প্রেম, ব্যক্তিগত জীবন প্রসঙ্গে মুখ খুলেছেন সোনালি।

বর্তমান ডিজ়িটাল যুগে অতিরঞ্জিত শিরোনাম নিয়ে অনেকেই অভিযোগ জানান। সেই একই কথা বললেন সোনালি। তিনি বলেন, “সে সময় ‘ক্লিকবেট’ বলে কিছু হত না। কিন্তু তখন সাংবাদিকদের চটকদার শিরোনাম করার এতটাই পাগলামো থাকত। তাই সব ভুলভাল খবর লেখা হত।”

নায়িকা যখন কেরিয়ার শুরু করেছেন তখন বিভিন্ন ‘ফিল্মি ম্যাগাজ়িন’-এর বাড়বাড়ন্ত। অভিনেত্রী বলেন, “নিজেদের ম্যাগাজ়িনের বিক্রি বাড়ানোর জন্য আমার নামে ভুল খবর ছাপা হত। তাই আমার মনে হয়েছিল নিজের চামড়া মোটা করে নিতে হবে।” তাই পরবর্তী কালে এই ধরনের কোনও রটনা শুনে বিচলিত হওয়া বন্ধ করে দেন সোনালি।

১৯৯৪ সালে বিনোদন দুনিয়ায় পা রাখেন সোনালি। সেই সময় প্রেমে পড়েছিলেন রাজ-সোনালি। কিন্তু রাজের কাকা বাল ঠাকরে ভীষণ কড়া। তাঁর কানে এ সম্পর্কের খবর পৌঁছোতেই ভ্রাতুষ্পুত্রকে রীতিমতো শাসিয়েছিলেন। জানিয়েছিলেন, এতে রাজনীতিতে প্রভাব পড়বে। পারিবারিক সমস্যা তৈরি হবে। সব মিলিয়ে রাজ অসম্মানিত হবেন। কাকার প্রতাপের কাছে সে দিন হার মেনেছিলেন রাজ। দূরে সরিয়ে দিয়েছিলেন সোনালিকে। বিয়ে করেন শর্মিলা ঠাকরেকে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
করিডরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল May 08, 2025
img
যারা ৭১ এ গণহত্যায় সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে: মির্জা ফখরুল May 08, 2025
আ.লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রিজভী May 08, 2025
img
চবির সবচেয়ে বড় সমাবর্তনে বাজেট ১৪ কোটি, বক্তা ড. ইউনূস May 08, 2025
নিবন্ধনের বাইরে ছয় লাখ বিদেশি, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার May 08, 2025
চার নেতা ও গণঅভ্যুত্থানে শ'হি'দদের সাংবিধানিক স্বীকৃতির দাবি May 08, 2025
img
প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও May 08, 2025
বে টার্মিনালে কাজ পাবে ২৫ হাজার মানুষ! May 08, 2025
ব্যবসায়ীর সহজ-সরল স্বীকারোক্তি; ভোক্তা অধিকারের সতর্কবার্তা May 08, 2025
হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’ May 08, 2025