চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১৪ মে। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ মে) চবি প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম ও সবচেয়ে বড় সমাবর্তনের সামগ্রিক আয়োজন সম্পর্কে বিস্তারিত জানায় আয়োজন কমিটি। এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক এনায়েত পাটোয়ারী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুল হক এবং আইন অনুষদের ডিন জাফর উল্লাহ।
সমাবর্তন আয়োজন কমিটি জানায়, সরাসরি ১৬,৬০০ স্নাতকদের সমাবর্তনে সনদ প্রদান করা হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ২২ জন পিএইচডি, ৭০ জন এমফিল এবং ১০টি অনুষদভুক্ত স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের হাজার হাজার শিক্ষার্থী।
সমাবর্তনের দিন ভোর ৬টা থেকে শহর ও ক্যাম্পাসের মধ্যে ১০০টি বাস দুই ধাপে চলাচল করবে। সকাল ৭টা থেকে গাউন বিতরণ এবং ১০টা থেকে খাবার সরবরাহ শুরু হবে।
মোবাইল ভেন্যুতে নেওয়া যাবে, তবে তা কেবল জরুরি প্রয়োজনে ব্যবহারযোগ্য থাকবে।
আয়োজন কমিটি আরো জানায়, পুরো আয়োজনের জন্য প্রাথমিকভাবে ১৪ কোটি টাকার বাজেট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩ কোটি টাকা ভেন্যু নির্মাণে এবং ২ কোটি টাকা সার্টিফিকেটসহ অন্যান্য উপকরণে ব্যয় ধরা হচ্ছে।
অনুষ্ঠানে ড. ইউনূস ছাড়াও উপস্থিত থাকবেন ইউজিসি চেয়ারম্যান, শিক্ষা উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের আরো তিনজন উপদেষ্টা।
পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। অনুষ্ঠানে ৭৮ জন গণমাধ্যমকর্মী দায়িত্ব পালন করবেন, যাদের মধ্যে ২৮ জন থাকবেন বিটিভির গণমাধ্যমকর্মী। একই সাথে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য পুরো ক্যাম্পাসে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে বলেও জানান তারা।
আরআর/এসএন