ভারতের রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি একটি যুদ্ধবিমান ঢুকে পড়ার পর পাইলটকে আটক করেছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ মে) এই ঘটনা ঘটেছে বলে জানায় একাধিক সূত্র। তবে ওই পাইলটের বিস্তারিত পরিচয় এখনও প্রকাশ করেনি ভারতীয় সেনা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তানের যুদ্ধবিমানটি ভারতের পাল্টা আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর সেটি রাজস্থানের আকাশসীমায় ঢুকে পড়ে এবং বিমান থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করেন পাইলট। ঠিক তখনই তাকে আটক করে নিরাপত্তা বাহিনী।
এর আগে বৃহস্পতিবার সকাল থেকে জম্মু-কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব ও গুজরাটসহ একাধিক সীমান্তবর্তী রাজ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। তবে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে প্রতিহত করেছে বলে জানায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। গুলি করে নামানো হয়েছে একাধিক ড্রোন ও মিসাইল। একইসঙ্গে পাকিস্তানের এফ-১৬ ও দুটি জেএফ-১৭ যুদ্ধবিমান ধ্বংস করার কথাও জানানো হয়।
ভারতীয় সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রতিটি হামলার উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।
এদিকে পাকিস্তানি পাইলট আটক হওয়ার ঘটনাটি ২০১৯ সালের বালাকোট এয়ারস্ট্রাইকের পর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ঘটনাকে মনে করিয়ে দিচ্ছে। সেবার পাকিস্তানে ঢুকে যুদ্ধবিমান ধ্বংসের পর তার বিমান ভেঙে পড়লে তাকে আটক করে পাক সেনা। পরে আন্তর্জাতিক চাপে তাকে ফেরত পাঠায় পাকিস্তান।
সাম্প্রতিক পরিস্থিতিতে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছালেও এখন পর্যন্ত দুই দেশের পক্ষ থেকেই পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করা হয়নি। তবে উভয় পক্ষের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
এসএস