আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাত ১২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় ২৩ মিনিট পর, রাত ১টা ২৩ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তাদের বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার চাওয়ার জোরালো দাবি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, “৫ আগস্ট গণ-অভ্যুত্থানে ফয়সালা হয়ে গেছে—আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে না। তারা ফিরবে, কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে।”
তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “যারা আওয়ামী লীগকে পরিশোধিত করে আবার রাজনীতিতে ফেরাতে চান, তাদের পরিণতিও হবে স্বৈরাচার হাসিনার মতো। আওয়ামী লীগের জায়গা বাংলার রাজনীতিতে নেই।”
এছাড়া জাবি শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “এই অন্তর্বর্তী সরকার যেন আওয়ামী লীগ নিষিদ্ধের যৌক্তিক দাবি উপলব্ধি করে। আমরা দেখতে পাচ্ছি, আগস্ট থেকেই একটি 'রিফাইন্ড আওয়ামী লীগ' গঠনের প্রচেষ্টা চলছে। কিন্তু আমাদের রক্তে রাঙানো ইতিহাস আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসনের অনুমতি দেবে না।”
এসএস