আসছে স্কুইড গেম সিজন থ্রি!

বিশ্বজুড়ে স্কুইড গেম সিরিজটি মুক্তির পরপরই বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং দর্শকদের মাঝে এক নতুন দুনিয়া তৈরি করে। প্রথম সিজনটির অপ্রত্যাশিত সাফল্য, তার পরের সিজনও পেয়েছিল সমানভাবে দর্শকদের মন জয়। আর এখন, তৃতীয় সিজনের আগমনের খবর দর্শকদের মধ্যে সৃষ্টি করেছে এক নতুন রোমাঞ্চ। পরবর্তী খেলা, নতুন চমক, এবং আরো ভয়াবহ প্রতিযোগিতা নিয়ে আসছে সিরিজটির তৃতীয় সিজন, যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে।

তৃতীয় সিজনটি আসছে আরো দ্বিগুণ উত্তেজনা নিয়ে, যেখানে ভাগ্যবদল ও মৃত্যুর খেলা দেখা যাবে। এরই মধ্যে, প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত স্কুইড গেম সিজন থ্রি এর ফার্স্ট লুক টিজার। নেটফ্লিক্সের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, চলতি বছরেই মুক্তি পাবে সিরিজটির তৃতীয় সিজন।

সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে, প্রধান চরিত্র সেং গিহুনকে একটি কালো কফিনের মতো বাক্সে করে গেমের স্থানে ফিরিয়ে আনা হচ্ছে। এর পাশাপাশি, টিজারে একটি গাম্বল মেশিন থেকে লাল ও নীল বল তোলার দৃশ্য দেখা যায়, যা প্রতিযোগীদের নতুনভাবে দলবদ্ধ করার ইঙ্গিত দেয়।

টিজারে আরো দেখা গেছে গর্ভবতী প্রতিযোগী জুনহি এবং তার সঙ্গী নিয়ঙ্গীর উপস্থিতি। এছাড়াও, ফ্রন্ট ম্যানকে আবারো গেমের নিয়ন্ত্রকের ভূমিকায় ফিরে আসতে দেখা গেছে।

টিজারের শেষ অংশে একটি নবজাতকের কান্নার শব্দ শোনা যায়, যা দর্শকদের মধ্যে নতুন কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি করেছে।

নেটফ্লিক্স স্কুইড গেম সিজন ৩ এর প্রথম টিজার প্রকাশ করে সিরিজটির মুক্তির তারিখও নিশ্চিত করেছে। চলতি বছরের ২৭ জুন প্রিমিয়ার হতে চলেছে এটি। সিরিজটির সম্পূর্ণ ট্রেলার মে মাসের শেষের দিকে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

দর্শকরা এখন অপেক্ষায় আছেন, স্কুইড গেমের তৃতীয় সিজন তাদের জন্য কী নতুন চমক নিয়ে আসবে। আগ্রহী দর্শকরা ২৭ জুন মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছেন।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
১৪ জেলা ও তিন বিভাগে বইছে তাপপ্রবাহ May 08, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন জারি May 08, 2025
img
পিএসএল থেকে চার্টার্ড বিমানে ফিরবেন নাহিদ-রিশাদরা! May 08, 2025
img
প্রাণহানির ঘটনায় বলি তারকাদের উল্লাস, প্রতিবাদ পাক শিল্পীদের May 08, 2025
img
চার্টার্ড ফ্লাইটে পিএসএল থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদরা May 08, 2025
img
৫ মিনিটের জন্য যারা আ. লীগ করেছেন তাদের বিএনপিতে কোনো জায়গা নেই : টুকু May 08, 2025
img
যেসব বিষয়ে কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব May 08, 2025
img
টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় : গভর্নর May 08, 2025
img
মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে ১৩০তম বাংলাদেশ May 08, 2025
img
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ২ কর্মকর্তা বরখাস্ত, একজনকে প্রত্যাহার May 08, 2025