ভারতীয় সামরিক বাহিনীর বিমান হামলায় পাকিস্তানের বিভিন্ন স্থানে হতাহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো পাকিস্তান। এই ঘটনায় গভীর শোক ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির তারকারা। এই অতর্কিত হামলায় পাকিস্তানে ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
ভারতের পক্ষ থেকে এই হামলাকে ‘অপারেশন সিন্দুর’ নামে অভিহিত করা হয়েছে। নিরীহ বেসামরিক মানুষের উপরে হামলার ঘটনায় পাকিস্তানি তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা জানিয়েছেন।
একইসাথে, ভারতীয় তারকাদের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে উদযাপনের বিষয়টিকেও তারা অসংবেদনশীল বলে অভিহিত করেছেন। বলিউড অভিনেতা অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, অজয় দেবগন, কাজল, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা এবং সারা আলি খানসহ কয়েকজন ভারতীয় তারকা নিরীহ মানুষের প্রাণহানির বিষয়টি উপেক্ষা করে “সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের” জন্য ভারতীয় সশস্ত্র বাহিনীকে প্রশংসা করেছেন।
ভারতীয় তারকারা যখন তাদের সশস্ত্র বাহিনীর “সঠিক নিশানার” প্রশংসা করছেন, তখন পাকিস্তানি শিল্পীরা শিশু ও বেসামরিক নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং শান্তি কি কখনো একটি স্লোগানের চেয়ে বেশি কিছু হবে কিনা, সেই প্রশ্ন তুলছেন।
পাকিস্তানী বিভিন্ন তারকার প্রতিক্রিয়া :
হাসান রহিম : জনপ্রিয় গায়ক হাসান রহিম ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি শুধু এটা স্পষ্ট করতে চেয়েছিলাম যে সমস্যাটা এটা নয় যে পেহেলগাম হামলার পেছনে পাকিস্তান ছিল, আমরা প্রমাণ চেয়েছিলাম এবং পাইনি। তবে এটা আমাদের বা আপনাদের ঘরে বসে খুঁজে বের করার বিষয় নয়, এটা আমাদের ঊর্ধ্বে।’
তিনি আরও বলেন, ‘গত রাতে মানুষ মারা গেছে, একটি শিশু মারা গেছে, এবং আমি আমার ঘরে বসে আপনাদের জাতির সম্মিলিত প্রতিক্রিয়া দেখেছি, আপনাদের আনন্দ দেখেছি। পহেলগাম হামলার সময় পাকিস্তানের সবাই এর নিন্দা করেছিল। প্রত্যেকে বলেছিল এটা সন্ত্রাসী হামলা। আমরা এটাও বলেছিলাম যে আমরা এর পেছনে নেই। আমরা এমন করতে পারি না। আমরা যথেষ্ট নৃশংসতা দেখেছি।’
উরওয়া হোকেন : অভিনেত্রী উরওয়া হোকেন ভারতীয় তারকাদের কঠোর সমালোচনা করে বলেন, ‘আক্ষরিক অর্থে পাকিস্তানের কেউ পেহেলগাম হামলার ঘটনা উদযাপন করেনি, যদিও আমাদের অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছিল। আর তারা আমাদের নিরীহ শিশু ও নারীদের হত্যা উদযাপন করছে। এরা সর্বোচ্চ পর্যায়ের কাপুরুষ।’
তিনি বলিউডের দীর্ঘদিনের পক্ষপাতিত্বের সমালোচনা করে আরও বলেন, ‘তাদের প্রতিটি ছবিতে কয়েক মিনিটের এজেন্ডা থাকে এবং এভাবেই তারা ধীরে ধীরে পুরো বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করেছে! নিজেদের সত্য, আত্মসম্মান এবং আনুগত্য পুনরুদ্ধার করুন।’
এদিকে অভিনেত্রী হিনা আলতাফ তার অনুসারীদের ভারতীয় সেলিব্রিটি এবং কনটেন্ট থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পাকিস্তান আমাদের এবং আপনার উভয়ের নিরীহ প্রাণহানির নিন্দা জানায়। কিন্তু আমাদের যন্ত্রণার উপর আনন্দ ও উদযাপন দেখা হৃদয়বিদারক। আমি শুধু বলছি, তাদের ‘আনফলো’, ‘আনসাবস্ক্রাইব’ করুন এবং তাদের থেকে দূরে থাকুন। যখন সীমান্তের ওপারের কিছু কণ্ঠস্বর যুদ্ধকে উস্কে দেয়, আমরা শান্তির কথা বলি। কিন্তু সবকিছু একতরফা হতে পারে না।’
হুমায়ুন সাঈদ : অভিনেতা হুমায়ুন সাঈদ পাকিস্তানের আত্মরক্ষার অধিকার এবং হতাহতদের সম্মান জানানোর গুরুত্বের ওপর জোর দেন। তিনি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘বিনা প্রমাণে মিথ্যা অভিযোগের ভিত্তিতে ভারতীয়দের যুদ্ধ উন্মাদনা এবং পাকিস্তানি ভূখণ্ডে কাপুরুষোচিত হামলা আমাদের অঞ্চলকে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতার কাছাকাছি নিয়ে এসেছে। আমি সবসময় শান্তির পক্ষে কথা বলেছি এবং এখনও বলি, কিন্তু আমাদের সন্তানদের হত্যার দায় থেকে কাউকে পার পেতে দেওয়ার কোনো সুযোগ নেই।’
তালহা আনজুম : র্যাপার তালহা আনজুম নিহত শিশুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিবৃতি শেয়ার করেন। তিনি লেখেন, ‘ভারতীয় বাহিনীর এই কাপুরুষোচিত হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৪ জন শিশু। এখন আপনারা দেখবেন ভারতীয় মিডিয়া এই যুদ্ধবাজ মোদি সরকারকে মহিমান্বিত করছে।
হিনা খাজা বায়াত : অভিনেত্রী হিনা খাজা বায়াত যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যারা প্রতিশোধ এবং বিজয়ের ধারণা নিয়ে উল্লাস করছেন; তাদের জন্য বলছি, জীবন হারায়, জীবিকা মুছে যায়, পরিবার ধ্বংস হয়! যুদ্ধে কেউ জেতে না। শান্তিই একমাত্র উত্তর।’
সারাহ খান : অভিনেত্রী সারাহ খান পাকিস্তানের বলেন, ‘গাজা থেকে কাশ্মীর, ফিলিস্তিন থেকে পাকিস্তান ও ভারত, নিরীহদের রক্ত আমাদের মাটি রঞ্জিত করছে। এটা প্রতিরক্ষা নয়। এটা ন্যায়বিচার নয়। এটা বারবার ফিরে আসা শোক।’
সেহার খান : অভিনেত্রী সেহার খান ভারতের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আপনারা আর প্রতিবেশী নন। আপনারা আমাদের শত্রু হয়ে গেছেন। আপনারা আমাদের ভূমিতে প্রবেশ করেছেন। আপনারা আমাদের মানুষ হত্যা করেছেন। কিন্তু আমরা নিশ্চিত করেছি যে আপনারা যে শিক্ষা নিতে এসেছিলেন তা পেয়েছেন। উচ্চস্বরে এবং পরিষ্কারভাবে। এখন এটা শুনুন: শুধু দূরে থাকুন।’
সমর জাফরি : অভিনেতা ও গায়ক সমর জাফরি বলিউডের তারকাদের পাকিস্তানের ওপর ভারতীয় হামলা উদযাপনে হতাশ বোধ করেছেন। তিনি লিখেছেন, ‘প্রতিবেশী হিসেবে আমরা নোংরা রাজনীতির কারণে ঘৃণায় পূর্ণ, এটা দেখে হতাশ।’ তিনি আরও উল্লেখ করেন যে, ভারতীয় সরকারের ছড়ানো মিথ্যা আখ্যান দেখা থেকে বিরত রাখতে ভারতে পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাক্সেস ব্লক করা হচ্ছে।
এসএন