জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব।
মঙ্গলবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে সংলাপ ও সমন্বয়ের লক্ষ্যে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।
মৌলিক সংস্কারের রূপরেখা দিয়েছে এনসিপি।
এছাড়া, রাষ্ট্রের মৌলিক সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে একটি রূপরেখা পেশ করেছে এনসিপি। দলটির সদস্য সচিব আখতার হোসেন এদিন সংলাপে অংশ নিয়ে সংস্কার প্রস্তাবটি কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের কাছে হস্তান্তর করেন।
আখতার হোসেন বলেন, প্রস্তাবিত সংস্কারের লক্ষ্য নির্বাচনী ব্যবস্থা নয়, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় কাঠামো থেকে স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের উপাদান দূর করে দলীয় নিয়ন্ত্রণমুক্ত সাংবিধানিক নিয়োগ ও স্বাধীন বিচারব্যবস্থা গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
টিকে/টিএ