ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধে ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্র ইয়েমেনে বোমা হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মার্চের মাঝামাঝি থেকে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় মার্কিন সেনারা হামলা চালিয়ে আসছিল।

হুথি যোদ্ধারা ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালাচ্ছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র হুথিদের বিভিন্ন অবকাঠামোতে পাল্টা হামলা চালায়।

তবে হুথিরা এখন মার্কিন জাহাজে হামলা না চালানোর প্রতিশ্রুতি দেওয়ায়, যুক্তরাষ্ট্রও ইয়েমেনে হামলা বন্ধ রাখবে বলে জানিয়েছেন ট্রাম্প।

মঙ্গলবার (৬ মে) ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে তারা আর লড়াই করতে চায় না। আমরা তাদের এ প্রতিশ্রুতিকে সম্মান জানাব এবং বোমাবর্ষণ বন্ধ করব। হুথিরা আত্মসম্পর্ণ করেছে।”

তিনি আরও বলেন, “আমরা তাদের প্রতিশ্রুতি বিবেচনায় নেব। হুথিরা জানিয়েছে, তারা আর জাহাজ ধ্বংস করবে না। আর আমরা এটির জন্যই বোমাবর্ষণ করছিলাম। আমি মনে করি এটি একটি ইতিবাচক বিষয়। তারা সমুদ্রে চলা অনেক জাহাজ উড়িয়ে দিচ্ছিল। যুক্তরাষ্ট্র হুথিদের ওপর এ মুহূর্ত থেকে বোমা হামলা বন্ধ করে দেবে।”

তবে হুথি বিদ্রোহীরা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানো বন্ধ করবে কি না সেটি স্পষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।

পরবর্তীতে ওমান জানায়, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও হুথিদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমরা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমাদের এ আলোচনার মাধ্যমে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। ভবিষ্যতে কেউ কারও ওপর এবং লোহিত সাগর ও বাব-আল মান্দাব প্রণালীতে মার্কিন জাহাজের ওপর হামলা চালাবে না। এরমাধ্যমে জাহাজ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক শিপিং সুন্দরভাবে হওয়া নিশ্চিত হয়েছে।”

এদিকে হুথিরা এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো ঘোষণা দেয়নি। এর আগে গত পরশু দিন দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে হুথিরা। এর জবাবে আজ ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দরটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনা রোধে আহছানিয়া মিশনের ৯ পরামর্শ May 07, 2025
দেশে ফিরেই অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান May 07, 2025
img
ইতিহাস গড়েও সেমিফাইনাল শেষে বার্সার স্বপ্নভঙ্গ May 07, 2025
img
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে পাকিস্তানের হামলা May 07, 2025
img
ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি-গোলাবর্ষণ May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় যে মন্তব্য করলেন ট্রাম্প May 07, 2025
img
ভারতের দুই যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল পাকিস্তান May 07, 2025
img
ভারতে পাল্টা হামলা চালাচ্ছে পাকিস্তান May 07, 2025
img
পাকিস্তানে ভারতের হামলা, মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী দুইটি প্লেন May 07, 2025
img
ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে নিহত ৩ May 07, 2025