চাঁদ থেকে আনা নমুনা বিশ্লেষণে চীনকে সহায়তা করবে না বলে জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ২০২০ সালে শুরু হওয়া চ্যাং’ই-৫ চন্দ্র মিশনের সংগ্রহ করা নমুনা পরীক্ষার জন্য নিউইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটির গবেষক টিমোথি গ্লোচকে বেছে নেয় চীনের মহাকাশ সংস্থা সিএনএসএ।
কিন্তু নাসা জানিয়েছে, মার্কিন কংগ্রেসের নিষেধাজ্ঞা থাকায় চীনের চ্যাং’ই-৫ মিশনের মাধ্যমে আনা ওই নমুনা গবেষণার জন্য টিমোথি গ্লোচকে কোনো সহায়তা করতে পারবে না নাসা।
এমনিতেই নাসা তার গবেষকদের জন্য যাতায়াত ব্যবস্থাসহ নানা সহায়তা করে থাকে।
গ্লোচ বলেন, আমরা আশা করেছিলাম আমেরিকার আ্যপোলো চন্দযান থেকে আনা চাঁদের নমুনার সঙ্গে চীনের চ্যাং’ই ৫ এর নমুনার সঙ্গে মিলিয়ে চাঁদের আগ্নেয়গিরি, চাঁদের বিভিন্ন উপাদান, এবং কিভাবে হাজার বছর ধরে এগুলো মহাকাশে পরিবর্তিত হয়ে আসছে তা গবেষণা করতে পারবো। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সেটা সম্ভব হচ্ছেনা।
সিএনএসএ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সুযোগ দিলেও চীনা বিজ্ঞানীরা নাসার সংগ্রহ করা চাঁদের নমুনা দেখার অনুমতি পান না। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা নাসার ওপর চীনের সঙ্গে বৈজ্ঞানিক সহযোগিতার ওপর বিধিনিষেধ আরোপ করে রেখেছেন।
২০১১ সালের আইন অনুযায়ী, নাসা চীন বা চীনা কোনো কোম্পানির সঙ্গে কোনো ধরনের সহযোগিতার সম্পর্ক গড়তে পারবে না, এ ধরনের কিছু করতে হলে কংগ্রেসের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।
২০২০ সালে চীনের নভোযান চ্যাংই-৫ চাঁদের ভূপৃষ্ঠ থেকে কিছু পাথর নিয়ে আসে। চীনা ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) গত মাসে জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তহবিলে পরিচালিত দুটি মার্কিন প্রতিষ্ঠানকে ওই পাথর পরীক্ষার অনুমতি দিয়েছে।
সিএনএসএর প্রধান শান জংদা তখন বলেছেন, পাথরের ওই নমুনা মানবজাতির মধ্যে ভাগ করে নেওয়ার মতো সম্পদ।
আরএ