ভারত-পাকিস্তান সীমান্তে চলছে ব্যাপক গোলাগুলি-গোলাবর্ষণ

কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলি ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে। মঙ্গলবার রাতের দিকে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ কয়েকটি স্থানে মিসাইল হামলা চালায় ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও জবাবি হামলা শুরু করে। পাকিস্তানের দাবি, তাদের বিমানবাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র।

অপরদিকে সীমান্ত রেখার দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

বার্তাসংস্থা রয়টার্সকে ভারতীয় পুলিশ জানিয়েছে, পাকিস্তানের গোলাবর্ষণে দুই নারী আহত হয়েছেন। এছাড়া একই সূত্র সীমান্ত রেখার তিনটি জায়গায় ‘তীব্র গোলাবর্ষণের’ তথ্য জানিয়েছে।

ভারতের মিসাইল হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। যারমধ্যে এক শিশুও রয়েছে। পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

ভারতীয় সেনাবাহিনী মাইক্রো ব্লগিং সাইট এক্সে জানিয়েছে, পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও পুঞ্চ-রাজৌরির ভিম্বার গলিতে গোলাবর্ষণ করেছে। এর জবাবে ভারতও উপযুক্ত জবাব দিচ্ছে বলে জানিয়েছে । 
সূত্র: রয়টার্স

আরএ

Share this news on: