সাভারে ২৫ লাখ টাকার হেরোইন জব্দ, আটক ৪

সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার হেরোইনসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৭ মে) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর।

গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ফালান (৪৫), সুনামগঞ্জ জেলার জামালপুর থানার কোকরাবুশি গ্রামের বাসিন্দা মো. মনির (২২), যশোর জেলা সদরের ওহিদপুর গ্রামের বাসিন্দা ওহিদুল ইসলাম আরিফ (২০) ও কুমিল্লা জেলার লালমোহন থানার দেবীচর গ্রামের বাসিন্দা মো. হৃদয় (২১)।

জানা যায়, অভিযানে গাঁজাসহ এক মাদককারবারি এবং তিনজন দস্যুকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপর এক মাদককারবারি। পরে পলাতক মাদককারবারির ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চুনারচরের তালতলার মোড় থেকে তিনজন দস্যু ও সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মধ্যপাড়ার তুষার চৌধুরী বাড়ি থেকে গাঁজাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দস্যুতায় ব্যবহার করা চাপাতি উদ্ধার করা হয়।

এ ছাড়া সাভারের কোন্ডার দাসপাড়া এলাকায় অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানার বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা মাদককারবারি জোহারুল ইসলাম পালিয়ে যায়। পরে তার ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকার হেরোইন জব্দ করা হয়েছে।

শাহীনুর কবীর আরো বলেন, দস্যু ও মাদককারবারির বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স রয়েছে। এমন অভিযান নিয়মিত চলবে।

একই সঙ্গে পলাতক জোহারুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চলমান।

এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
সচিবালয়ে কালাকানুন ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নের প্রতিবাদ May 08, 2025
img
মামলার আগে নাম না দেওয়ার জন্য, পরে নাম কাটানোর জন্য টাকা নেওয়া হয়: সারজিস আলম May 08, 2025
img
অবৈধ ব্যবসা করায় দুই বাংলাদেশিকে ফেরত পাঠানোর নির্দেশ সৌদি আদালতের May 08, 2025
img
ঢাকা রাজনৈতিক, চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : আশিক চৌধুরী May 08, 2025
img
ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হতে পারেন শুভমান গিল May 08, 2025
img
রাজকুমার রাওয়ের সঙ্গে আইটেম গানে চাহালের প্রাক্তন স্ত্রী ধনশ্রী May 08, 2025
img
সরকারের সমালোচনা করার কারণ জানালেন রাশেদ খান May 08, 2025
img
আমাদের মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি : বিডা চেয়ারম্যান May 08, 2025
img
আবদুল হামিদের দেশ ত্যাগ সম্পর্কে ইমিগ্রেশন কর্তৃপক্ষ যা জানাল May 08, 2025
img
জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাহিন গ্রেফতার May 08, 2025