ঢাকা রাজনৈতিক, চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী : আশিক চৌধুরী

ঢাকা আমাদের রাজনৈতিক ও ফিনান্সিয়াল রাজধানী, আর চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান মো. আশিক চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার চট্টগ্রাম বন্দরে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের যে সম্পূর্ণ উন্নয়ন লক্ষ্যের দিকে আমরা এগোচ্ছি, তার মূল অংশ চট্টগ্রাম। অর্থনৈতিক উন্নতির জন্য চট্টগ্রাম একটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।’

মো. আশিক চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কতটুকু কর্মসংস্থান তৈরি করতে পারলাম বিশেষ করে চট্টগ্রামের জন্য। অর্থনৈতিক উন্নয়ন সব সরকারের প্রথম এজেন্ডা দেওয়া উচিত। আর অর্থনৈতিক উন্নয়নের জন্য এসব টার্মিনালকে আমরা যত বেশি বিশ্বমানের করতে পারব, ততবেশি ব্যবসার জন্য কন্ট্রিবিউশন করা যাবে।

বিকেলে সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানান।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে তিনি লালদিয়া চর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শন করেন।

আরএ/টিএ

Share this news on: