টেকনাফের গহীন পাহাড়ে অভিযান, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন পাহাড়ে এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, উখিয়া ও টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ প্রতিরোধ ও মাদক নির্মূলে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান। তিনি বলেন, মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে উখিয়া-টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব, পুলিশ, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২ হাজার ৫০ পিস ইয়াবা এবং দুটি এলজি, একটি ওয়ান শুটার গান, ১১টি গুলি, একটি অস্ত্র তৈরির যন্ত্রাংশ, চারটি রামদা, দুটি ছুরি, একটি চাকু ও তিনটি কিরিচ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি মাদক ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাদকের পাশাপাশি গত তিন মাসে কক্সবাজার জেলায় ৪০টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে ৩০টির মতো ঘটনা শুধু এই দুই উপজেলার (টেকনাফ ও উখিয়া)। ডাকাতদের আস্তানা ধ্বংস এবং মাদকের রুট বন্ধ করার উদ্দেশে আমরা আজকে র‌্যাব ও অন্যান্য বাহিনীর পাঁচ শতাধিক ফোর্স নিয়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করি। যেখানে র‌্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ এবং বনবিভাগের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই অভিযান চলমান থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।


এফপি/এস এন

Share this news on:

সর্বশেষ

img
চবির পঞ্চম সমাবর্তীদের অংশ নিতে মানতে হবে ১০ নির্দেশনা May 08, 2025
img
অভিনেতাকে আটক করতে শুটিং সেটে পুলিশ! May 08, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা হাসনাতের May 08, 2025
img
করিডরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল May 08, 2025
img
যারা ৭১ এ গণহত্যায় সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে: মির্জা ফখরুল May 08, 2025
আ.লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রিজভী May 08, 2025
img
চবির সবচেয়ে বড় সমাবর্তনে বাজেট ১৪ কোটি, বক্তা ড. ইউনূস May 08, 2025
নিবন্ধনের বাইরে ছয় লাখ বিদেশি, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার May 08, 2025
চার নেতা ও গণঅভ্যুত্থানে শ'হি'দদের সাংবিধানিক স্বীকৃতির দাবি May 08, 2025
img
প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও May 08, 2025