চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমবর্তনের পূর্ব প্রস্তুতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির সুষ্ঠু বিধান করতে সমাবর্তীদের বেশ কিছু নিয়ম-নীতি বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল পাঁচটায় উপ উপাচার্য (প্রশাসন) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়গুলো জানান সমাবর্তন প্রচার ও প্রকাশনা উপ কমিটি।
এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, উপ-কমিটির আহ্বায়ক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. শহীদুল হক।
মানতে হবে যেসব নির্দেশনা
১. নিজ নিজ বিভাগ থেকে গাউন, টুপি ও সমবর্তী কার্ড সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে সমাবর্তী কার্ড ব্যতীত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।
২. দুপুর ১টার আগেই খাবার ও যাবতীয় কাজ শেষ করে সমাবর্তীকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে। এরপর আর কোনোভাবেই প্রবেশ করতে দেয়া হবে না।
৩. দুপুর দেড়টায় মূল অনুষ্ঠান শুরু হবে। শেষ হবে বিকাল ৪টায়। এরমধ্যে অনুষ্ঠানস্থল থেকে কেউ বের হতে বা প্রবেশ করতে পারবে না। জরুরী প্রয়োজনে মেডিকেল টিম ও ওয়াশরুমের ব্যবস্থা থাকবে।
৪. মোবাইল ও কার্ড ব্যতীত অন্যকিছু সঙ্গে নেওয়া যাবে না।
৫. সকাল ৬টা থেকে শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে ১০০টি বাস সমাবর্তীদের নিয়ে ক্যাম্পাসে আসবে। সমাবর্তন শেষে এগুলো শহরে ফিরে যাবে। এছাড়াও শাটল ট্রেন ও স্পেশাল শাটল বাস চলবে নিয়মিত শিডিউলে।
৬. ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে ড্রাইভার নিয়ে আসতে অনুরোধ কর্তৃপক্ষের। কারণ ১ নম্বর গেটের ভেতরে কোনো ব্যক্তিগত গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
৭. সাধারণ শিক্ষার্থীদের জন্য শহিদ মিনার, জারুল তলা, সায়েন্স ফ্যাকাল্টিসহ ৫টি পয়েন্টে এলইডি স্ক্রিনে অনুষ্ঠান দেখানো হবে। বিটিভিও প্রচার করবে।
৮. অধ্যাপক ড. ইউনূসের আসার রুট তথা জিরোপয়েন্ট থেকে সেন্ট্রাল ফিল্ডের রাস্তায় দুপুর বারোটার পর কোনো হোটেল বা দোকান খোলা রাখা যাবে না।
৯. দুপুর বারোটার আগেই সমাজ বিজ্ঞান অনুষদ ও সেন্ট্রাল ফিল্ড এলাকা সাধারণদের ত্যাগ করতে হবে।
১০. অনুষ্ঠান শেষে গাউন জমা দিয়ে নিজ নিজ বিভাগ থেকে গিফট ও সার্টিফিকেট নিবেন শিক্ষার্থীরা।
এফপি/এস এন