পাকিস্তানের ৬টি অঞ্চলের ২৪ স্থাপনায় ভারতের হামলা

ভারত পাকিস্তানের ছয়টি স্থানের ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করেছেন দেশটির সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। তিনি জানান, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তান শাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এইসব হামলা হয়েছে। খবর বিবিসির।

তবে, ভারত সরকার দাবি করেছে যে তারা নয়টি জায়গায় হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র চৌধুরী আহমেদ শরিফ দাবি করেছেন, তারা ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে নামিয়েছেন।

এর মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া একটি ঐতিহাসিক শহর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি এই শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি তিন বছরের শিশু কন্যাসহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন।

এছাড়াও হামলা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে যা লাহোর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র এই শহরটি।

সেনা মুখপাত্র বলছেন, মুরদিকের উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারতীয় হামলা হয়েছে যাতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদে হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

এছাড়া নিয়ন্ত্রণ রেখার খুব কাছে অবস্থিত কোটলিতে যে হামলা হয়েছে তাতে একটি ১৬ বছর বয়সী শিশু কন্যা এবং একজন ১৮ বছর বয়সী কিশোর মারা গেছে। দুজন নারীও আহত হয়েছেন ওই হামলায়।

অপরদিকে ভারত-শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চল থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত শিয়ালকোটে দুটি গোলা এসে পড়েছে বলে পাক সেনা মুখপাত্রের দাবি। তার কথায়, কোটলি লোহারাণে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয়নি। এখানে কেউ হতাহত হননি।

পাঞ্জাব প্রদেশের শকরগড় একটি তহশিল শহর। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর খুব কাছেই অবস্থিত এই শহরটি। দুটি ভারতীয় গোলা এই শহরে ছোঁড়া হয়েছিল। একটি চিকিৎসা কেন্দ্রে সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনও আপস হবে না : নুরুল হক নুর May 10, 2025
img
ভারত-পাকিস্তান সংঘাত, কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন ভারতীয় তারকারা May 10, 2025
img
বিশ্বকাপজয়ী স্কালোনির জন্য ব্রাজিলের পাঁচ গুণ বেশি পারিশ্রমিকের প্রস্তাব! May 10, 2025
img
পাকিস্তানের একটি লঞ্চপ্যাড ধ্বংস করেছে বিএসএফ May 10, 2025
img
প্রতিদিন বিস্কুট খাওয়ার অভ্যাস, ভালো না খারাপ? May 10, 2025
img
৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে- গণঅধিকার পরিষদ May 10, 2025
img
৬০ মিলিয়ন ইউরোতে আর্সেনালে মার্টিন জুবিমেন্দি ! May 10, 2025
img
বায়তুল মোকাররমে জড়ো হচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা May 10, 2025
img
প্রচণ্ড গরমে মশককর্মীদের কাজ এক ঘণ্টা কমালো ডিএনসিসি May 10, 2025
img
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ May 10, 2025