ভারত-পাকিস্তান সংঘাত, কার্যক্রম গুটিয়ে নিচ্ছেন ভারতীয় তারকারা

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।
পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্যও করছেন ভারতের তারকারা। এমন আবহে নিজেদের আসন্ন কাজ, প্রচারণা এমনকী সিনেমা মুক্তি থেকেও পিছিয়ে যাচ্ছেন ভারতীয় তারকারা।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, উত্তপ্ত পরিস্থিতিতে কেউ কনসার্ট বাতিল করে দিচ্ছেন, কেউ আবার সিনেমার প্রচার অনুষ্ঠান পিছিয়ে দিচ্ছেন। কোনও কোনও সিনেমার মুক্তি পর্যন্ত হচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে, গত শুক্রবার আবু ধাবির কনসার্ট বাতিল করেছেন গায়ক অরিজিৎ সিং। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ১০ মে মুম্বইয়ের কনসার্ট বাতিল করেছেন গায়িকা উষা উত্থুপ। জনপ্রিয় সেতার বাদক ঋষভ রিখিরাম শর্মা বাতিল করেছেন ইন্দোরের শো।

বলিউডের ভাইজার সালমান খান বাতিল করেছেন বিদেশ সফর।

ওইদিকে, দক্ষিণের সুপারস্টার কমল হাসান তার আসন্ন সিনেমার মিউজিক উন্মোচন পিছিয়ে দিয়েছেন। ‘ঠাগ লাইফ’ সিনেমার মিউজিক লঞ্চ পিছিয়ে দিয়ে অভিনেতা সোশ্যাল মিডিয়া লিখেছেন, ‘সবার আগে মাতৃভূমি, শিল্প অপেক্ষা করবে। আমাদের সেনারা মাতৃভূমির প্রতিরক্ষায় যেখানে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন, সেখানে এই উদযাপন কিছুটা স্থগিত করে দেওয়া যায়।’

ভারত পাকিস্তানের উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে বাতিল করা হয়েছে শাহরুখ-কাজলের ব্রিটেনের মাটিতে মূর্তি উন্মোচন। অন্যদিকে ‘তারক মেহেতা কা উল্টা চশমা’- এর পক্ষ থেকে মাদার্স ডে উপলক্ষে একটি স্পেশাল অনুষ্ঠান করার কথা ছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে।

শুধু অনুষ্ঠান বাতিল নয়, বেশকিছু ওয়েব সিরিজ এবং সিনেমাও মুক্তি পিছিয়ে গিয়েছে। টিভিএফ সিরিজ ‘ভেরি পারিবারিক ২’ মুক্তি পাবে না এই মুহূর্তে। বড় পর্দায় মুক্তি পাবে না রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’। ৯ মে বড় পর্দার পরিবর্তে আগামী ১৬ মে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।

সব মিলিয়ে দুই প্রতিবেশী দেশের যুদ্ধাবস্থার প্রভাব বেশ দৃশ্যমান শোবিজ অঙ্গনে। শুধু শোবিজই নয়, খেলার মাঠেও জোরেশোরে প্রভাব দেখা গেছে যুদ্ধের। ইতোমধ্যে ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারত।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নারীসহ ২ ‘চাঁদাবাজকে’ গাছে বেঁধে পুলিশে সোপর্দ May 10, 2025
img
ফেনীতে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও সেনা ব্রিগেডের দাবিতে সমাবেশ May 10, 2025
img
সিদ্ধান্ত প্রায় নিশ্চিত হলে তারা বলবেন, ‘আমরাও নিষিদ্ধ চাই’: হান্নান মাসউদ May 10, 2025
img
বিএনপিসহ সবাই আওয়ামী লীগ নিষিদ্ধ চায় : প্রিন্স May 10, 2025
img
জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ May 10, 2025
img
আ. লীগ নিষিদ্ধে সুস্পষ্ট ঘোষণা না পেলে মার্চ টু যমুনা ঘোষণা হাসনাত আব্দুল্লাহর May 10, 2025
img
‘১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না’ May 10, 2025
img
বাবা যুদ্ধক্ষেত্র থেকে ফোন করতেন : আনুশকা May 10, 2025
img
টিকিট বুকিংয়ের পর মুক্তি বাতিল, ৬০ কোটি ক্ষতি সিনেমা হলের! May 10, 2025
img
পাকিস্তান থেকে দেশে ফিরলেন রিশাদ-নাহিদরা May 10, 2025