ইন্টার মিলানের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৪-৩ গোলের নাটকীয় হারে শেষ হলো বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ যাত্রা। মিউনিখ ফাইনালে জায়গা করে নিতে না পারলেও, দলের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, “আমি হতাশ, তবে খেলোয়াড়দের প্রচেষ্টায় গর্বিত। তারা দুর্দান্ত লড়াই করেছে।”
ফ্লিক আরও জানান, “আমরা বাদ পড়েছি, এটা সত্যি, কিন্তু এই দলটা ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা আবারও ঘুরে দাঁড়াব, সমর্থকদের গর্বিত করাই আমাদের লক্ষ্য।” আগামী মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব।
তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দল প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দলটি তরুণ। আরও পরিণত হতে হবে। বিশেষ করে রক্ষণভাগে উন্নতির প্রয়োজন আছে। তবে এই অভিজ্ঞতা আমাদের শিখতে সাহায্য করবে।”
রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও, ফ্লিক স্পষ্ট জানিয়ে দেন, “রেফারি নিয়ে কিছু বলতে চাই না। তবে অনেক ৫০-৫০ সিদ্ধান্ত তাদের পক্ষেই গেছে। আমাদের সেটা মেনে নিতে হবে।”
হারের পরও ইন্টার মিলানকে অভিনন্দন জানিয়ে বার্সা কোচ বলেন, “তারা অসাধারণ দল। সংগঠিতভাবে খেলে এবং দলে শক্তিশালী স্ট্রাইকার রয়েছে। মিউনিখে তাদের জন্য শুভকামনা রইল।”
এদিকে বার্সার সামনে এখন নতুন চ্যালেঞ্জ এল ক্লাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় তাদের লা লিগা শিরোপার পথে বড় ধাক্কা দিতে পারে।
টিকে/টিএ