যশোরের কেশবপুরে একটি বাড়ির ধানের গোলায় থাকা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়িতে কাজ করতে আসা এক নারী আহত হয়েছেন।
বুধবার (৭ মে) সকালে পৌর শহরের মধ্যকুল গ্রামের নাথপাড়ায় এ ঘটনা ঘটে। আহত শাহানাজ বেগম (৪৫) ওই গ্রামের সামছুর রহমানের স্ত্রী।
স্থানীয় বাসিন্দারা জানান, কেশবপুর পৌর যুবলীগ নেতা ও একাধিক মামলার আসামি জামাল শেখের বসতবাড়ির ধানের গোলায় সংরক্ষিত ছিল ককটেলটি। ওই বাড়িতে ধানের কাজ করতে আসেন শাহানাজ বেগম। এ সময় ধানের গোলায় একটি প্যাকেট দেখতে পান তিনি। প্যাকেটটি খুলতেই সেখানে থাকা ককটেলটি বিস্ফোরিত হয়। পরে পুলিশ এসে আলামত জব্দ করে। আহত শাহানাজ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, জামাল শেখ এলাকায় জামাল বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে কেশবপুর থানায় অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
কেশবপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এফপি/এস এন