ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালানোর ঘটনায় সেই চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষে বাসের ছাদ উড়ে যাওয়ার পরও বেপরোয়া গতিতে বাসটি চালিয়ে যাওয়ার ঘটনায় চালককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে বাসচালক শহিদুল শেখকে (৩০) গ্রেফতার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের ছেলে।

বুধবার (৭ মে) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য জানান। এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা দায়ের করেন পুলিশের উপ-পরিদর্শক আতিউর রহমান।

এর আগে র‌্যাব -১০ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৭ এপ্রিল রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানার দোগাছি নামকস্থানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাওয়াগামী লেনে মহাসড়কের ওপর বরিশাল এক্সপ্রেসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে বাস চালিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একইগামী লেনের সামনে থাকা একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের সঙ্গে সজোরে পার্শ্ব সংঘর্ষে বাসের ছাদের অংশ রাস্তায় পড়ে যায়। চালক দুর্ঘটনা সংঘটনের পরও ছাদ খোলা অবস্থায় ঘটনাস্থল থেকে বাসটি আরও বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার সময় মাওয়ামুখী একটি প্রাইভেটকারে পেছন থেকে ধাক্কা দেয় এবং চালক ওই অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে বাসটি অনুমানিক ৩/৪ কিলোমিটার চালিয়ে কুমারভোগ সিদ্দিকিয়া মাদরাসার সামনে মাওয়া-লৌহজং সড়কের ওপর রেখে পালিয়ে যায়। উক্ত ঘটনার ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ৬ (মে) রাত পৌনে ৯টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোলপ্লাজা হতে এই সড়ক দুর্ঘটনায় জড়িত বাসচালক মো. শহিদুল শেখকে (৩০) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাসচালক দুর্ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করেছে।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী ঢাকা পোস্টকে বলেন, গ্রেফতারকৃত বাস চালককে শ্রীনগর থানা পুলিশের মাধ্যমে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পরবর্তী কোচের উদ্দেশে বার্তা দিলেন রিয়াল বস আনচেলত্তি May 11, 2025
img
লুঙ্গি-গেঞ্জি পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, দেশ ছাড়েন লাল পাসপোর্টে May 11, 2025
img
সাতক্ষীরায় ভারতের ৭৮ জন পুশইন, নেওয়া হচ্ছে মোংলায় May 11, 2025
img
‘পরমাণু অধিকার’ নিয়ে আপস করবে না ইরান : পররাষ্ট্রমন্ত্রী May 11, 2025
img
শঙ্কা কাটেনি এখনো, অমৃতসরে রাত হলে সাইরেন সতর্কতা May 11, 2025
img
নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি May 11, 2025
img
আ.লীগ নিয়ে হাসনাতের পোস্ট May 11, 2025
img
গুগলের কাছে ক্ষতিপূরণ চায় ইতালির টেক কোম্পানি মোটিপ্লাই May 11, 2025
img
ভারতে বন্ধ ইলিয়াস, পিনাকী ও জুলকারনাইনের ইউটিউব May 11, 2025
img
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারকে সাধুবাদ বিএনপির May 11, 2025