জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে ভারত-পাকিস্তানের উত্তেজনা কার্যত যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। পেহেলগাম হামলার ঘটনায় বুধবার মধ্যরাতে পাকিস্তানের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ভারত। এ নিয়ে দুই দেশের নাগরিকদের মাঝে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মাঝেই পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় দেশটির বিভিন্ন প্রান্তে আনন্দ মিছিল করেছেন ভারতীয়রা।
বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর হামলার ঘটনায় ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে আনন্দ মিছিল করেছেন অনেকে। এ সময় মিছিলে অংশ নেওয়া ভারতীয়দের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডস ও পাকিস্তান-বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওডিশার ভূবনেশ্বরেও আনন্দ মিছিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্যরা।
এ সময় মিছিলে অংশ নেওয়া বিজেপির নেতাকর্মীদের কপালে কপালে লাল রঙের সিঁদুর পরিহিত অবস্থায় দেখা যায়। পাকিস্তানে ভারতীয় সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের প্রতি সমর্থন জানিয়ে মিছিল করেন তারা।
জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।
যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।
এসএন