নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

নাগরিকদের পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভ্রমণের ব্যাপারে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রতিরক্ষা বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করার কয়েক ঘণ্টা পর এই সতর্কবার্তা জারি করে পাকিস্তানের মার্কিন দূতাবাস।

বুধবার সকালে জারি করা সেই সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকরা যেনো কোনোভাবেই পাকিস্তান-ভারত সীমান্তরেখা (লাইন অব কন্ট্রোল- এলওসি) পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির, খাইবার পাখতুনখোয়ার উপজাতি অধ্যুষিত এলাকা এবং বেলুচিস্তানের রাজধানীর ব্যাতীত অন্য কোনো স্থানে ভ্রমণ না করেন। অন্যান্য অঞ্চলগুলোতে ভ্রমণের ব্যাপারে বলা হয়েছে, খুব প্রয়োজন না হলে যেন তারা পাকিস্তানের অন্যান্য অঞ্চলেও ভ্রমণ থেকে বিরত থাকেন এবং যদি ভ্রমণ করতেই হয়, তাহলে যেন তারা সর্বোচ্চ সতর্কতা বজায় রাখেন।

“সংঘাতপ্রবণ এলাকায় অবস্থান করলে দ্রুত সেই স্থান ত্যাগ করে নিরাপদ স্থানে যান; যদি বাইরে চলাচল করার মতো অবস্থা না থাকে, তাহলে বাড়িতে থাকুন; সতর্ক থাকুন, সবসময় নিজের আইডি সাথে রাখুন এবং মনোযোগ আকর্ষণ করা থেকে বিরত থাকুন। মোবাইল ফোনে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (স্টেপ) অ্যাপটি যুক্ত করুন এবং অবশ্যই স্থানীয় সংবাদমাধ্যমগুলো ফলো করে আপনার নিরাপত্তা পরিকল্পনা তৈরি করুন”, বলা হয়েছে দূতাবাসের সতর্কবার্তায়।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে উত্তেজনা শুরু হয় দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। ২ সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ক্ষেণাস্ত্র হামলা চালায় ভারতের প্রতিরক্ষা বাহিনী।

এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা বাহিনী এই সেনা অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

এফপি/এস এন 

Share this news on:

সর্বশেষ

ভুলভাল প্রেমের গুজব, সংবাদমাধ্যমের তোপে সোনালি বেন্দ্রে May 11, 2025
ব্যাচেলর পয়েন্টের পঞ্চম সিজনে কি রোকেয়াকে দেখা যাবে? যা জানা গেল May 11, 2025
img
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগেই কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান May 11, 2025
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানালো বিএনপি May 11, 2025
প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে যা বললেন নাহিদ May 11, 2025
যে ৪ টি সিস্টেমে ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছিলো May 11, 2025
উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে যা বললেন নাহিদ May 11, 2025
img
জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি May 11, 2025
img
আল্লাহ্ মৃত্যুর পর প্রথম সেই সুযোগটা করে দিয়েন প্লিজ: ইলিয়াস হোসেন May 11, 2025
img
‘মেক ইন ইন্ডিয়া’ নয়, ‘মেড ইন চায়না’—ভারতের ওষুধ নিয়ে ফেডারেশনের অভিযোগ May 11, 2025