সড়ক পরিবহন মন্ত্রণালয়ে সমন্বয়ের অভাব, প্রতি সপ্তাহে হবে বৈঠক

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

তিনি বলেছেন, সমন্বয়ের অভাব দূর করতে প্রতি সপ্তাহে একটি করে সমন্বয় সভার আয়োজন করা হবে। এজন্য একটি বিশেষ সফটওয়্যারও তৈরি করা হবে। যেখানে নিয়মিত আপডেটগুলো দেওয়া হবে।

বুধবার (৭ মে) রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।

শেখ মইনউদ্দিন বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো একে অপরের সঙ্গে ঠিকভাবে সমন্বয় করছে না। সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত, কারও সঙ্গে কেউ সমন্বয় করতে চায় না। এ কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভা করবো। এতে নতুন, চলমান ও আপকামিং প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরা হবে ও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করা হবে। এই সভায় মন্ত্রণালয়ের প্রতিটি বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পর্যায়ের স্টেকহোল্ডাররাও উপস্থিত থাকবেন।

ঢাকা শহরের শৃঙ্খলা ফেরাতে বহুল প্রতীক্ষিত বাস রুট রেশনালাইজেশন প্রকল্প খুব শিগগিরই চালু হচ্ছে জানিয়ে শেখ মইনউদ্দিন বলেন, এখন যেহেতু দেশে রাজনৈতিক সরকার নেই, তাই কাজটি বাস্তবায়নে কোনো রাজনৈতিক চাপ নেই। এটি বাস্তবায়নের জন্য এখনই উপযুক্ত সময়।

তিনি জানান, যানজট নিরসনে হাইকোর্ট মোড় থেকে ফার্মগেট পর্যন্ত একটি পাইলট প্রকল্পের আওতায় আধুনিক সিগন্যালিং ব্যবস্থা স্থাপন করা হচ্ছে। আগামী দুই মাসের মধ্যেই এ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি পাওয়া যাবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে লাগানো হবে। এর ফলে নির্দিষ্ট স্টপেজে গাড়ি থামানো এবং সিগন্যাল অনুযায়ী চলাচল নিশ্চিত করা যাবে।

ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে একটি নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। এটি কার্যকর হলে ব্যাটারিচালিত যানবাহনগুলো নির্দিষ্ট রাস্তায় চলাচল করতে পারবে, সব রাস্তায় নয়।

দেশজুড়ে বিভিন্ন প্রকল্পে খরচের বিষয়ে প্রশ্ন করা হলে শেখ মইনউদ্দিন জানান, আমরা একটি টিম গঠন করছি, যারা সব প্রকল্পের খরচ যাচাই করবে। অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ এখন প্রকল্প বাস্তবায়নের বড় চ্যালেঞ্জ। তাই ভবিষ্যতে কোনো প্রকল্প অনুমোদনের আগে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, বিআরটিসি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. অনুপম সাহা, বিআরটিএর চেয়ারম্যান মো. ইয়াসিন, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

এছাড়া রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
রাফাল ধ্বংসের দাবি পাকিস্তানের, মুখ খুলল ফ্রান্স May 08, 2025
img
জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী May 08, 2025
img
এরপরও কি ইন্টেরিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবেন, হান্নান মাসউদের প্রশ্ন May 08, 2025
img
তিস্তায় সহায়তা দিতে প্রস্তুত চীন, সিদ্ধান্তের দায়িত্ব বাংলাদেশের May 08, 2025
img
খালেদা জিয়ার ভাগনে শাহরিনের হাইকোর্টে জামিন May 08, 2025
img
কৃষিজমি রক্ষায় আসছে নতুন আইন, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025
img
‘নিজেকেই সহ্য হত না আয়নায়’—ওজন কমিয়ে ভেঙে পড়েছিলেন কারাণ! May 08, 2025
img
মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার : ৩ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন May 08, 2025
img
যুক্তরাজ্যে স্থায়ী হতে চাইলে দক্ষ হতে হবে ইংরেজিতে May 08, 2025
img
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল পরিদর্শন করলেন তিন উপদেষ্টা May 08, 2025