জামিন পেলেন নির্মাতা চয়নিকা চৌধুরী

চেক প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. শামীম আহমেদ এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ৬ মে চয়নিকার জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন একই আদালত। আদালত সূত্রে জানা যায়, ওইদিন মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল। তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি।

তারপক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেন। 

এর আগে, ২০১৩ সালের ১৪ মে মামলা করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। এ মামলার পর ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ মামলায় বিচার শুরুর আদেশ দেন।

মামলার সূত্রে জানা গেছে, আসামি চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ 'জীবন সুন্দর হোক' নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এজন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন বাদী। একইসঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা বাদী রিয়াজকে দুই লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।

তবে আসামি চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি। আসামি চয়নিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণ করতে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারিতে চেক নগদায়ন করতে অনুরোধ করেন। পরবর্তীতে একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে তিনি আদালতে এসে তার বিরুদ্ধে মামলা করেন।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পিএসএল থেকে চার্টার্ড বিমানে ফিরবেন নাহিদ-রিশাদরা! May 08, 2025
img
প্রাণহানির ঘটনায় বলি তারকাদের উল্লাস, প্রতিবাদ পাক শিল্পীদের May 08, 2025
img
চার্টার্ড ফ্লাইটে পিএসএল থেকে দেশে ফিরবেন নাহিদ-রিশাদরা May 08, 2025
img
৫ মিনিটের জন্য যারা আ. লীগ করেছেন তাদের বিএনপিতে কোনো জায়গা নেই : টুকু May 08, 2025
img
যেসব বিষয়ে কথা বলেননি ভারতের পররাষ্ট্রসচিব May 08, 2025
img
টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় : গভর্নর May 08, 2025
img
মানব উন্নয়ন সূচকে এক ধাপ এগিয়ে ১৩০তম বাংলাদেশ May 08, 2025
img
আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় ২ কর্মকর্তা বরখাস্ত, একজনকে প্রত্যাহার May 08, 2025
img
থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই পাড়া যাবে আম May 08, 2025
img
বিএনপির নতুন সদস্য সংগ্রহ শুরু ১৫ মে, টার্গেট ১ কোটি May 08, 2025