জ্ঞান ফিরতেই হাসপাতাল থেকে ছড়িয়ে পড়ল পবনদীপের ছবি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ বিজয়ী পবনদীপ রাজন। সোমবার (৫ মে) ভোররাতে আহমেদাবাদে দুর্ঘটনার শিকার হন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে।

বেশ কয়েকদিন ধরেই আইসিইউ-তে রয়েছেন পবনদীপ। ছিল না জ্ঞানও। এবার প্রকাশ্যে এসেছে তার প্রথম ছবি। যেখানে হাসি মুখেই পোজ দিতে দেখা যাচ্ছে গায়ককে।

ছবিটি প্রকাশ্যে আসার পর থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। ইন্টারনেটেও ভাইরাল হয়েছে গায়কের ছবি। যেখানে ডাক্তারের পাশে দেখা মিলেছে তার।

এর আগে উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাছে ৫ মে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ রাজন। তিনি ছাড়াও আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক চিকিৎসার পর পবনদীপকে দিল্লিতে রেফার করা হয়। তার হাত এবং দুই পায়ে ফ্র্যাকচার রয়েছে। তবে এখন আগের থেকে অনেক বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ভাইরাল ছবিতে দেখা গেছে, তাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে। মুখ ফুলে গেছে। তবে হাজার যন্ত্রণার মধ্যেও তিনি হাসছেন। যা দেখে ভক্তরাও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

এর আগে পবনদীপের টিমের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল, তার শরীরে একাধিক বড় ফ্র্যাকচারের পাশাপাশি ছোটখাট আঘাতও লেগেছে। যে কারণে পরিবারের সকলেই খুব দুশ্চিন্তায় রয়েছে। ভক্তদের জন্যও এটি অত্যন্ত যন্ত্রণার দিন বলা চলে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান আইডলের আগে পবনদীপ ২০১৫ ভয়েস অফ ইন্ডিয়ার সিজন ১ এর উইনার ছিলেন। মারাঠি ছবিতে মিউজিক ডিরেকশনের কাজও করেছেন। গান গেয়েছেন হিন্দি ও মারাঠি ছবিতেও। একাধিক কনসার্ট করেছেন বিদেশে। উত্তরাখণ্ড সরকারের কাছ থেকে পেয়েছেন ‘ইয়ং অ্যাম্বাসাডর অফ উত্তরাখন্ডে’-র শিরোপা।

গান গেয়ে মন জয় করাই শুধু নয় পবন গিটার, কি বোর্ড, তবলা, ঢোলকের মত যন্ত্র বাজাতেও ওস্তাদ। উত্তরাখন্ডের এক ছোট্ট গ্রাম চম্পাওয়াত। সেখানে বসেই পবনদীপ স্বপ্ন দেখতেন গায়ক হওয়ার। আর সেই স্বপ্ন নিয়েই তার পথচলা।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
যারা ৭১ এ গণহত্যায় সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে: মির্জা ফখরুল May 08, 2025
আ.লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রিজভী May 08, 2025
img
চবির সবচেয়ে বড় সমাবর্তনে বাজেট ১৪ কোটি, বক্তা ড. ইউনূস May 08, 2025
নিবন্ধনের বাইরে ছয় লাখ বিদেশি, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার May 08, 2025
চার নেতা ও গণঅভ্যুত্থানে শ'হি'দদের সাংবিধানিক স্বীকৃতির দাবি May 08, 2025
img
প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও May 08, 2025
বে টার্মিনালে কাজ পাবে ২৫ হাজার মানুষ! May 08, 2025
ব্যবসায়ীর সহজ-সরল স্বীকারোক্তি; ভোক্তা অধিকারের সতর্কবার্তা May 08, 2025
হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’ May 08, 2025
img
৮ দফা বাস্তবায়নে সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপ দাবি May 08, 2025