মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১ হাজার ২৭০ জন গ্রেফতার

মালয়েশিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১,২৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার (৭ মে) দেশব্যাপী একযোগে ১৬টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের নিয়োগ না করার কথা মনে করিয়ে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়।

ইমিগ্রেশন সদর দপ্তর জানায়, আজ সকালে দেশটির সাইবারজায়ার আশেপাশের একটি নির্মাণ স্থানে একটি অভিযান চালানো হয়েছে, যেখানে বিভিন্ন পদের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অপারেশন টিমকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তাদের সঙ্গে ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহাও যোগ দেন।

এছাড়া অন্য আরেক জায়গায় মোট ২২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়, যার মধ্যে ২৫ থেকে ৫০ বছর বয়সি ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং স্থানীয় নাগরিকরাও ছিল। প্রাথমিক তল্লাশির ফলে, বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য মোট ১২৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

চিহ্নিত অপরাধগুলোর মধ্যে রয়েছে ভিজিট পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা। নির্মাণ স্থানের নিয়োগকর্তা এবং তত্ত্বাবধায়ককে ধারা ৫৫বি, যা অবৈধ অভিবাসীদের

নিয়োগের অপরাধ এবং ধারা ৫৬(১)(ড), যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর বিধান অনুসারে অবৈধ অভিবাসীদের সুরক্ষার অপরাধ, এর অধীনেও তদন্ত করা হবে।

আটক হওয়া সবাইকে তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়ে।

আরএম/এসএন


Share this news on:

সর্বশেষ

img
৬ টি জাতিসংঘের স্কুল ব-ন্ধ করছে নেতানিয়াহু’র দেশ May 08, 2025
ভারত-পাকিস্তান যুদ্ধে লাভবান চীন, নাজুক অবস্থানে যুক্তরাষ্ট্র May 08, 2025
img
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে প্রজ্ঞাপন, চেয়ারম্যান নজরুল ইসলাম May 08, 2025
আকাশসীমা লঙ্ঘন করা ভারতের ১২টি ড্রোন ভূপাতিত May 08, 2025
img
ভারতে হামলার অভিযোগ অস্বীকার পাকিস্তানের May 08, 2025
বিধ্বস্ত বিমানের সংখ্যা নিয়ে যা জানাল ভারত May 08, 2025
img
প্ল্যান করে ‘বরবাদ’ পাইরেসি, কড়া পদক্ষেপ নিলেন প্রযোজক May 08, 2025
img
এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন May 08, 2025
img
চলছে ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা May 08, 2025
img
‘লিও’ সিনেমা যে কারণে ছেড়েছিলেন সাই পল্লবী May 08, 2025