মালয়েশিয়ায় অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ ১,২৭০ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বুধবার (৭ মে) দেশব্যাপী একযোগে ১৬টি স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১১ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে। নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের নিয়োগ না করার কথা মনে করিয়ে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়।
ইমিগ্রেশন সদর দপ্তর জানায়, আজ সকালে দেশটির সাইবারজায়ার আশেপাশের একটি নির্মাণ স্থানে একটি অভিযান চালানো হয়েছে, যেখানে বিভিন্ন পদের ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, অপারেশন টিমকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তাদের সঙ্গে ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশনস) তুয়ান জাফরি বিন এমবোক তাহাও যোগ দেন।
এছাড়া অন্য আরেক জায়গায় মোট ২২৩ জন ব্যক্তিকে তল্লাশি করা হয়, যার মধ্যে ২৫ থেকে ৫০ বছর বয়সি ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম এবং স্থানীয় নাগরিকরাও ছিল। প্রাথমিক তল্লাশির ফলে, বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য মোট ১২৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
চিহ্নিত অপরাধগুলোর মধ্যে রয়েছে ভিজিট পাসের অপব্যবহার এবং বৈধ ভ্রমণ নথি না থাকা। নির্মাণ স্থানের নিয়োগকর্তা এবং তত্ত্বাবধায়ককে ধারা ৫৫বি, যা অবৈধ অভিবাসীদের
নিয়োগের অপরাধ এবং ধারা ৫৬(১)(ড), যা ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর বিধান অনুসারে অবৈধ অভিবাসীদের সুরক্ষার অপরাধ, এর অধীনেও তদন্ত করা হবে।
আটক হওয়া সবাইকে তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়ে।
আরএম/এসএন