প্ল্যান করে ‘বরবাদ’ পাইরেসি, কড়া পদক্ষেপ নিলেন প্রযোজক

প্রেক্ষাগৃহে ঝড় তোলার মাঝেই পাইরেসির শিকার হয় শাকিব খানের ‘বরবাদ’। সপ্তাহখানেক ধরে বিভিন্ন সাইট, এফটিপি সার্ভারে ঘুরে বেড়াচ্ছে এই সিনেমাটি। তবে হলপ্রিন্ট নয়, পুরো প্রিমিয়াম অর্থাৎ ‘এইচডি’ ভার্সনেই দেখা যাচ্ছে ‘বরবাদ’।

বলা বাহুল্য, ছবিটি পাইরেসি হওয়ায় বেশ ক্ষতির মুখে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানটি; লাভের অনেক অংশই তুলনামূলক কম আসছে। তবে এ নিয়ে চুপ নেই ‘বরবাদ’ এর প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন। তাই তো পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করলেন তারা।

বৃহস্পতিবার দুপুরে ‘বরবাদ’ পাইরেসির বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রযোজক শাহরিন আক্তার সুমী বলেন, ‘অনেকে ক্ষোভ ঝেড়ে বলছে, আমরা কেন চুপ আছি! কিন্তু চুপ ছিলাম না। যে রাত থেকে আমরা জানতে পেরেছি ঠিক তখন থেকে আইনি পদক্ষেপ নিয়েছি।’

সুমী বলেন, ‘কালপ্রিট (এর সঙ্গে জড়িত যারা) তাদের ধরার জন্য শুরু থেকে তৎপর আছি। তদন্ত চলছে। দেশের আইনের প্রতি আস্থা রয়েছে। এই দণ্ডনীয় অপরাধ যারা করেছে আশা করছি শিগগির আইন তাদের মুখোশ উন্মোচন করবে।’

এই প্রযোজক বলেন, ‘বরবাদ ঠান্ডা মাথায় প্ল্যান করে দেশ থেকে পাইরেসি করা হয়েছে। কারণ, বিদেশে যেটা পাঠানো হয়েছে সেখানে অনেক পার্থক্য রয়েছে। এই এইচডি কোয়ালিটির ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়া সহজ কথা নয়।’

ক্ষতির কথা তুলে ধরে সুমী বলেন, ‘এখন ৭৫ কোটি টাকার মতো গ্রস কালেকশন হয়েছে। যদি পাইরেসি না হতো আমাদের টার্গেট ১০০ কোটি ছাড়িয়ে যেত। এই সাফল্য কেউ কেউ নিতে পারেনি। এজন্য তারা ঠান্ডা মাথায় বরবাদ পাইরেসি করেছে। তারা চাচ্ছে, আমি থেমে যাই।’

ইতোমধ্যে গুলশান থানায় এফআইআর ও ডিবি সাইবারে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এই প্রযোজক।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে নির্মিত ‘বরবাদ’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাটিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

এসএন

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগকে নিষিদ্ধ না করার পর্যন্ত কেউ যমুনার সামনে থেকে ওঠবে না May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের সম্ভাবনা জানিয়ে যে বার্তা দিলেন আসিফ নজরুল May 09, 2025
img
পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে হাসনাতরা May 09, 2025
img
ভ্যাটিকানের নতুন পোপ রবার্ট ফ্রান্সিস প্রেভস্ট May 09, 2025
img
পাকিস্তানকে জবাব দিল ভারত, এবার লাহোরে হামলা May 09, 2025
img
যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করার প্রহসন মেনে নেওয়া হবে না: নাহিদ ইসলাম May 09, 2025
img
যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধের আশ্বাসকে ‘প্রহসন’ বললেন হাসনাত May 09, 2025
img
রাজস্থানে ভারতের হাতে আটক পাক বায়ুসেনা পাইলট May 09, 2025
img
গত ১৬ বছরে বন্ধ হওয়া মিডিয়াগুলো চালু করে ক্ষতিপূরণ দিন: সরকারকে ড. মাসুদ May 09, 2025
img
আবদুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 08, 2025