ভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, পাকিস্তানের আক্রমণে ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল ধ্বংস হয়েছে। যদি এটি সত্য প্রমাণিত হয়, তবে এটি হবে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো কোনো রাফাল যুদ্ধবিমানের ভূপাতিত হওয়ার ঘটনা।
পাকিস্তান এর আগে দাবি করেছে, তারা তিনটি রাফালসহ মোট পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে বিধ্বস্ত একটি বিমানের ধ্বংসাবশেষে একটি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানের লেবেল দেখা গেছে। যদিও সামরিক বিশেষজ্ঞরা এখনই নিশ্চিত করে বলতে পারেননি, সেটি রাফালের অংশ কি না।
ফরাসি যুদ্ধবিমান রাফাল নির্মাণ করে দাসো অ্যাভিয়েশন, যারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, ৩০ মিলিমিটার কামান, আকাশ থেকে আকাশে এবং ভূমিতে হামলার জন্য বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম আধুনিক রাফাল যুদ্ধবিমান ভারত ফ্রান্স থেকে ৩৬টি কিনেছিল।
এসএস