মঙ্গলবার (৭ মে) মধ্যরাতে ভারত আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালালে, তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় পাকিস্তান। এ সময় দুই দেশের যুদ্ধবিমানের মধ্যে এক ঘণ্টাব্যাপী সম্মুখ লড়াই বা ‘ডগ ফাইট’ হয়, যা আধুনিক সময়ের সবচেয়ে বড় ও দীর্ঘ লড়াই হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা।
পাকিস্তান বিমানবাহিনীর ১২৫টি যুদ্ধবিমান এই পাল্টা অভিযানে অংশ নেয়। তবে দুই দেশের কোনো বিমানই একে অপরের আকাশসীমা অতিক্রম করেনি। দূর থেকে ছোড়া হয় মিসাইল। উভয়পক্ষ ১৬০ কিলোমিটার দূরত্ব থেকেও আক্রমণ চালায় বলে জানান তিনি।
এ সময় পাকিস্তান অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। যদিও এ ঘটনায় ভারতের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।
এই কর্মকর্তা আরও জানান, সম্ভাব্য হামলার লক্ষ্যে সাধারণ মানুষদের আগেভাগে সতর্ক করার চেষ্টা করা হয়, যাতে হতাহতের সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়।
উল্লেখ্য, ২০১৯ সালেও দুই দেশের মধ্যে এমন ডগ ফাইট হয়েছিল, যখন পাকিস্তান এক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে এবং পাইলট অভিনন্দনকে আটক করেছিল। তবে এবার দুই দেশই সীমান্ত অতিক্রম এড়িয়ে চলেছে।
এসএস