পাকিস্তানে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে দাবি করেছেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বুধবার পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত এই হামলায় পাকিস্তান সংযম দেখালেও ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে তারা।
ইসহাক দার জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার পর ভারতের চালানো হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে ৩১ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলার মূল লক্ষ্য ছিল লস্কর-ই-তইয়্যেবা (এলইটি) ও জইশ-ই-মোহাম্মদ (জেইএম)-এর প্রশিক্ষণ ঘাঁটি। পাঞ্জাবের ভাওয়ালপুরে জেইএম-এর এবং মুরিদকে শহরে এলইটি-এর অবস্থানে আঘাত হানার কথাও জানায় তারা।
পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে শিয়ালকোট, ভাওয়ালপুর, মুরিদকে এবং আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদ, বাগ ও কোটলি এলাকায়। পাকিস্তান অভিযোগ করেছে, ভারত বেসামরিক স্থাপনা, মসজিদ ও মাদরাসাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
টিকে/টিএ