বিরাট কোহলির টেস্ট অবসর রুখতে তৎপর হয়েছে বিসিসিআই। বিভিন্ন সূত্রে জানা গেছে, ইংল্যান্ড সিরিজের আগেই অবসরের ইচ্ছা প্রকাশ করেছেন কোহলি, আর তা ঠেকাতেই বোর্ডের পক্ষ থেকে এক প্রভাবশালী ব্যক্তির শরণ নেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার কোহলি সম্প্রতি টিম ইন্ডিয়ার সতীর্থদের কাছে বেশ কয়েকবার টেস্ট ক্যারিয়ার 'শেষের পথে' এমন ইঙ্গিত দিয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, নেতৃত্ব ফিরে না পাওয়ার হতাশা থেকেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন তিনি।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, কোহলিকে বোঝাতে এগিয়ে আসছেন এক প্রভাবশালী ক্রিকেট ব্যক্তিত্ব, যিনি এর আগে রোহিত শর্মাকেও বোঝানোর চেষ্টা করেছিলেন। রোহিতকে ধরে রাখা না গেলেও বোর্ড আশা করছে, কোহলি হয়তো সিদ্ধান্ত বদলাবেন।
বিশেষজ্ঞদের মতে, ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে কোহলির অভিজ্ঞতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শেষ সিদ্ধান্ত এখন কোহলির হাতেই।