দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা ন্যানি ও সুরিয়া, তাদের নতুন ছবি নিয়ে ১ মে বক্স অফিসে মুখোমুখি হন। ন্যানির ‘হিট: দ্য থার্ড কেস’ ও সুরিয়ার ‘রেট্রো’ মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। তবে বক্স অফিসে কার ছবি এগিয়ে? পিঙ্কভিলার তথ্য বলছে, মুক্তির ১১ দিনে ন্যানির ‘হিট ৩’ ভারতের বাজারে আয় করেছে ৮০ কোটি ৭৫ লাখ রুপি, যা তাকে এই প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখছে।
অন্যদিকে, সুরিয়ার ‘রেট্রো’ ১১তম দিনে ভারতের বাজারে আয় করেছে মাত্র ১ কোটি ৬৫ লাখ রুপি (ইন্ডিয়া নেট কালেকশন)। তামিল বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৪৫ কোটি ৯০ লাখ রুপি। প্রথম সপ্তাহান্তে ন্যানির ‘হিট: দ্য থার্ড কেস’ আয় করেছিল ৫০.৩৩ কোটি রুপি, যেখানে সুরিয়ার ‘রেট্রো’ আয় করে ৪২.৪৬ কোটি রুপি।
সবদিক বিবেচনায় বক্স অফিসে এগিয়ে রয়েছেন ন্যানি।
শনিবার (৩ মে) অর্থাৎ মুক্তির তৃতীয় দিনে হিট ৩ আয় করেছে ৯.৬২ কোটি, যার মধ্যে তেলেগু সংস্করণে আয় ৯.৩৮ কোটি এবং তামিলে ২.৪ লাখ। একই দিনে রেট্রো আয় করেছে ৭.৭২ কোটি যার মধ্যে তামিল সংস্করণে এসেছে ৭.০৫ কোটি এবং তেলেগুতে মাত্র ৬.৭ লাখ।
দিন শেষে হিট ৩ এগিয়ে থাকার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে হিট ৩-এর পাঁচটি ভাষায় মুক্তি পাওয়া (তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় ও হিন্দি), যা বেশি পরিসরে দর্শক টানতে সহায়তা করেছে। সেই সঙ্গে নানি ও হিট ফ্র্যাঞ্চাইজির ইতিবাচক ব্র্যান্ড ভ্যালুও এই সাফল্যে বড় ভূমিকা রেখেছে।
অন্যদিকে, রেট্রো-তে সুরিয়ার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে, তবে ছবির দুর্বল প্লট ও কিছু দর্শকের মিশ্র প্রতিক্রিয়া সামগ্রিক আয়ে প্রভাব ফেলেছে।
হিট ৩-তে ন্যানির সঙ্গে অভিনয় করেছেন কেজিএফ খ্যাত শ্রীনিধি শেঠি। অন্যদিকে রেট্রো-তে সুরিয়ার সঙ্গে প্রথমবারের মতো কাজ করেছেন পরিচালক কার্তিক সুব্বারাজ। ছবিতে আছেন জয়রাম, শ্রিয়া শরণ (ক্যামিও) সহ আরও অনেকে। পরিচালনার প্রশংসা থাকলেও, দুর্বল চিত্রনাট্য নিয়ে সমালোচনা থেমে নেই।
আরএম/এসএন