খবর নিশ্চিত হয়ে ছিল আগে থেকেই। তবে এবারে যেন সব শঙ্কারই অবসান হলো। ব্রাজিল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। লা লিগার মৌসুম শেষেই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল।
তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, মে মাসের শেষ সপ্তাহ বা ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা। এছাড়া ব্রাজিল ফুটবল ফেডারেশনও নিশ্চিত করেছে ২৬ মে-তেই আসছেন কার্লো আনচেলত্তি।
এমআর\টিএ