গুজরানওয়ালার মাঠে পড়ল ড্রোন, আতঙ্কে স্থানীয়রা

পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুজরানওয়ালার আকাশে একটি সন্দেহজনক ড্রোন শনাক্ত করে সেটিকে ভূপাতিত করেছে। বৃহস্পতিবার রাত ৩টা ৪৪ মিনিটে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ড্রোনটি গুজরাট জেলার ডিঙ্গা এলাকার এক মাঠে পড়ে যায়।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ড্রোনটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে খতিয়ে দেখার জন্য নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং পরে আকাশ থেকে ড্রোনটি পড়ে যেতে দেখেন। এতে আশপাশের এলাকাজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ড্রোনটির উৎস বা লক্ষ্য কী ছিল, তা এখনো নিশ্চিত নয়। পাকিস্তানের সেনাবাহিনী বা কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। সূত্র: মারখর টাইমস

আরএ/টিএ

Share this news on: