স্থায়ীভাবে অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর আজ প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন লিটন দাস। দায়িত্ব এবং নিজের পারফরম্যান্সের বিষয়ে তো বলেছেনই সঙ্গে বিরাট কোহলির অবসর নিয়েও কথা বলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। টেস্টে তাকে মিস করবেন বলে জানিয়েছেন তিনি।আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কোহলি।
ভারতের সাবেক অধিনায়কের অবসরের বিষয়ে লিটন বলেছেন, ‘তার দৃষ্টিভঙ্গি বলেন, তার ক্রিকেটের জ্ঞান বলেন... এ রকম একটা খেলোয়াড় টেস্ট খেলবে না... একটা সময় সবাইকেই অবসর নিতে হবে। যদি আমি কখনো ভারতের সঙ্গে খেলি অবশ্যই তাকে মিস করব, যেহেতু অনেক দিন খেলেছি। স্মৃতি বলতে... সব খেলোয়াড়ের সঙ্গেই কথোপকথন হয়। সে অনেক ভদ্র।
মাঠের মধ্যে হয়তো অনেক আগ্রাসন দেখায় ক্রিকেটের জন্য। মাঠের বাইরে তিনি দারুণ একজন মানুষ। অনেক কথোপকথন হয়।’
কোহলি ক্রিকেটের ধরনই পরিবর্তন করে দিয়েছেন বলে জানিয়েছেন লিটন।বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার বলেছেন, ‘মর্মাহত হওয়ার মতো কিছু নয় (কোহলির অবসর)। সে যথেষ্ট পরিণত একজন মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান করি। তিনি যা করেছেন ক্রিকেটে... শুধু ভারতের হিসেবেই নয়, সব মিলিয়ে সাদা বলের ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের আক্রমণের ধরনই পরিবর্তন করে দিয়েছেন।’
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির।দীর্ঘ ১৪ বছরে ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেছেন। ৩০ সেঞ্চুরির বিপরীতে ৩১টি ফিফটি হাঁকিয়েছেন।
এমআর\টিএ