প্রসেনজিতের কন্যা খুঁজে পেয়েছেন হৃদয়ের মানুষ

টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার অভিনয় যেমন প্রশংসিত তেমনি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার শেষ নেই। ব্যক্তিজীবনে অভিনেতা তিনটি বিয়ে করেছেন। আর দ্বিতীয় পক্ষের এক কন্যাও রয়েছে।

প্রসেনজিতের দ্বিতীয় স্ত্রী অপর্ণা গুহঠাকুরতার মেয়ে প্রেরণা। যদিও অভিনেতার সঙ্গে মেয়ের কোনও সম্পর্কই নেই। বিদেশে মায়ের সঙ্গে থাকেন তিনি। নিজের মতো করেই জীবনযাপন করেন। সোশ্যাল মিডিয়ায় বেশ ভালই সক্রিয় থাকেন।
সম্প্রতি কিছু ছবি শেয়ার করেছেন প্রেরণা। যেখানে তাকে এক যুবকের সঙ্গে দেখা গেছে। যেই ছবি দেখে বোঝা যাচ্ছে, মনের মানুষের সন্ধান পেয়ে গেছেন প্রসেনজিৎকন্যা।

কালো রঙের বিকিনি পরে ওই রহস্যময় তরুণের সঙ্গে সি-বিচে সময় কাটাচ্ছেন প্রেরণা। এসময় যুবকের গালে চুমু খেতেও দেখা গেছে তাকে। দুজনেই যে ভালোবাসায় ডুবে আছেন সেটা স্পষ্ট।

এই ছবিগুলিতে কমেন্ট করেছেন প্রেরণার পিসি তথা প্রসেনজিতের বোন পল্লবী চট্টোপাধ্যায়। পল্লবী তাদের ছবি ‘খুব মিষ্টি’ বলে মন্তব্য করেন, সঙ্গে গোলাপি হার্টের ইমোজি জুড়ে দেন।

রহস্য়ময় ওই যুবকের সঙ্গে কোথাও ঘুরতে গেছেন প্রেরণা। সেখান থেকেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেগুলো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

অল্প বয়সেই বাবার থেকে আলাদা হয়ে যান প্রেরণা। মা অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিদেশেই থাকেন তিনি। বাবা প্রসেনজিতের মতো প্রেরণা গ্ল্যামার দুনিয়ায় আসতে চান না। তবে কোনও টলিউড হিরোইনের চেয়ে কম যান না প্রসেনজিৎ-কন্যা। একেবারে বাবার মতোই দেখতে তাকে। যেমন গায়ের রং তেমনই গ্ল্যামার। দু’বছর আগেই কলকাতায় এসেছিলেন প্রেরণা, সেই সময় পিসি পল্লবী চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।

বিদেশে প্রেরণা আইন নিয়ে পড়াশোনা করছেন। ২০০২ সালে প্রসেনজিৎ-অপর্ণার সংসার ভাঙে। প্রেরণার বয়স তখন মাত্র ১ বছর। এরপরেই মেয়েকে নিয়ে বিদেশে চলে যান অপর্ণা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি তিনি। মেয়ে প্রেরণাও বড় হয়েছে মূলত মায়ের কাছেই। 

টিকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্প গাজায় নতুন করে হামলা চান না May 11, 2025
ট্রিপল নাইনে যুক্ত হলো যে নতুন সুবিধা May 11, 2025
পারিবারিক অনুষ্ঠানে খালেদা জিয়ার হাস্যোজ্জল ছবি ভাইরাল | টাইমস ফ্ল্যাশ | ১১ মে, ২০২৫ May 11, 2025
img
যুদ্ধ বন্ধে পুতিন ও জেলেনস্কিকে আলোচনায় বসার আহ্বান জানালেন ট্রাম্প May 11, 2025
img
পাকিস্তানে এক রাতের অতিথি হতে কত টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া May 11, 2025
img
ভারতের সীমান্ত অঞ্চলে ফের ড্রোন, ব্ল্যাকআউটের আহ্বান May 11, 2025
img
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা খুশি May 11, 2025
img
বজ্রপাত ও কালবৈশাখীতে ৫ জেলায় ১২ জনের মৃত্যু May 11, 2025
img
এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর : ভারতীয় বিমান সেনা May 11, 2025
img
এল ক্লাসিকোতে ৭ গোলের থ্রিলার, রিয়ালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় বার্সা May 11, 2025