রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর, ভারতীয় টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে শুভমান গিলকে বিবেচনা করা হচ্ছে। আগামী জুনে ইংল্যান্ড সফরকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের সিরিজটি দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) নতুন চক্রের সূচনা করবে ভারত।
সূত্রে জানা গেছে, যশপ্রীত বুমরাহকে উপেক্ষা করেই গিলকে অধিনায়ক বানানোর সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচকমণ্ডলী।
গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে রোহিতের অনুপস্থিতিতে বুমরাহ দুটি টেস্টে ভারতের নেতৃত্ব দিলেও, আসন্ন সিরিজে তাকে কিছু ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সম্প্রতি পিঠের আঘাত থেকে ফিরে আসা বুমরাহর উপর চাপ কমাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
জিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল এই মাসের শেষ দিকে ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা করবে। সেখানে ২৫ বছর বয়সীগিলকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে।
যদিও তার টেস্ট বা ওয়ানডে ফরম্যাটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই, তবে ২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
২০২০ সালে মেলবোর্নে টেস্ট অভিষেকের পর থেকে গিল নিয়মিত ভারতের টেস্ট দলের সদস্য। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচ খেলে ৩৫.০৫ গড়ে ১৮৯৩ রান করেছেন এই ব্যাটার, যার মধ্যে রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও সাতটি হাফ-সেঞ্চুরি।
গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসেবে গিলের পারফরম্যান্স দারুণভাবে প্রশংসিত হয়েছে।
২০২৪ সালে হার্দিক পাণ্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেওয়ার পর গিল দলের নেতৃত্বে আসেন। চলতি আইপিএলে ব্যাট ও ক্যাপ্টেন্সিতে দারুণ ফর্মে রয়েছেন এই ওপেনার।
আরএম/টিএ