রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের ৮০তম বার্ষিকীর সামরিক কুচকাওয়াজে অংশ নিতে রাশিয়া পৌঁছেছেন চায়নার প্রেসিডেন্ট শি চিনপিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিকে বৃহস্পতিবার (৮ মে) ক্রেমলিনে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইউক্রেন যুদ্ধের মোড় ঘোরাতে রাশিয়ার একটি কূটনৈতিক প্রচেষ্টা হতে পারে এই দ্বিপক্ষীয় বৈঠক।
বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপড়েনে থাকা চীন এ সফরে রাশিয়ার সঙ্গে ২০২২ সালে স্বাক্ষরিত ‘সীমাহীন কৌশলগত অংশীদারত্ব’ আরো গভীর করার লক্ষ্যে বহু চুক্তিতে সই করতে পারে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ওই চুক্তির তিন সপ্তাহের মধ্যেই ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়া।
চীন বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। পশ্চিমা নিষেধাজ্ঞার মোকাবেলায় চীন রাশিয়াকে অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থান গড়ে দিয়েছে। চীন রাশিয়ার তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা।
শি চিনপিং ছাড়া আরো বেশ কয়েকটি দেশের প্রধানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নসহ তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে এই সপ্তাহের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে মস্কো সফর করবেন।
আরএম/টিএ