বয়সটা কম হয়নি রোহিত শর্মার। ৩৮ বছর চলছে তার। ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানো ভারতীয় ওপেনার ইতিমধ্যে দুই সংস্করণ থেকে অবসর নিলেও আরো কিছুদিন ওয়ানডে খেলে যেতে চান। আর তা হচ্ছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
অর্থাৎ ৪০ বছর পর্যন্ত খেলতে চান গতকাল টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করে সেই সংস্করণ থেকে বিদায় নেন তখনকার অধিনায়ক।
ক্রিকেটের আদি সংস্করণ থেকে অবসর নেওয়ার পর ভারতীয় এক সাংবাদিককে সাক্ষাৎকার দেন রোহিত। সেই সাক্ষাৎকারেই নিজের ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়েছেন তিনি।
ভারতের ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলবেন তিনি। আর শুধু খেলবেনই না ট্রফিটাও জিততে চান এই তারকা। অবশ্য ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে এত দিন আন্তর্জাতিক থেকে অবসরই হয়তো নিতেন। তার কথায় তেমনি ফুটে উঠেছে।
কেননা তার নামের পাশে ওয়ানডে বিশ্বকাপ দেখতে চাওয়ার কথা জানান তিনি। ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলব। অবশ্যই এটা আমার মাথায় আছে। নিজের ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ দেখতে চাই। আর এমনটা যদি হয় তাহলে দুর্দান্ত কিছু হবে।’
গতকাল সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক স্টোরি শেয়ার করে টেস্ট থেকে বিদায় নেন রোহিত। সেই স্টোরি তিনি লিখেছেন, ‘হ্যালো, সবাইকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব।’
আরআর/এসএন