হঠাৎ করেই একটি ভিডিওতে দেখা গেল নদীর চরে নেমে পড়েছেন অভিনেত্রী মডেল ও জান্নাতুল পিয়া। চরের পানিতে অনেকটা হেঁটে তারপর পেলেন ডাঙ্গা। খালি পায়েই হাঁটছিলেন তিনি।
কী কারণে, কেন হঠাৎ করে নদীর চরে এই অভিনেত্রী? বেশ কিছুক্ষণ পরে বিষয়টি স্পষ্ট হলো যে ওই চরে একটি শুটিং রয়েছে।
সেই শুটিংয়ে অংশ নেবেন জান্নাতুল পিয়া।
শর্টস ও টি-শার্টে নদীর চরে নেমে যাওয়ার পুরো বিষয়টি ফেসবুক লাইভ করেন জান্নাতুল। এ সময় যদিও ধারাবিবরণী দিচ্ছিলেন। তবে বাতাসের কারণে তার কোনো কথা শোনা যাচ্ছিল না।
নেটিজেনরা ভিডিও সম্পর্কে নানা রকম মন্তব্য করছিলেন। সেসবের উত্তর দেওয়ার খুব একটা সময় হাতে ছিল না পিয়ার।
২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর ‘চোরাবালি’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু।
অভিনেত্রীর বাইরেও তার পরিচয়, সুপ্রিম কোর্টের আইনজীবী।
তবে মডেলিংয়ের দিকে বেশি নজর দিয়েছেন তিনি। পাশাপাশি করেছেন অভিনয়। এ ছাড়া শেষ করেছেন আইনবিষয়ক পড়াশোনা। ঢাকার লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেছেন।
আরএম/এসএন