কিছু অনলাইন গণমাধ্যমে “রাতে দেশ ছাড়তে পারেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু” শিরোনামে প্রচারিত সংবাদকে ‘ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করেছে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি এ ধরনের সংবাদকে ভিত্তিহীন দাবি করে বিভ্রান্ত না হতে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে চুন্নু বলেন, “আজ সারাদিন আমি বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ওলামা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছি। আগামী কয়েকদিন দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে ব্যস্ত থাকব। গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা রাজনৈতিক অশুভ উদ্দেশ্য ছাড়া আর কিছু নয়।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি একটি শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক দল। কেউ ইচ্ছা করলেই মিথ্যা খবর ছড়িয়ে দল ও নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারবে না। বানোয়াট এ সংবাদের কোনো ভিত্তি নেই। এটি একেবারেই মনগড়া ও উদ্দেশ্যমূলক।”
এসএন