৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি গণ অধিকার পরিষদের

সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদকে দেশত্যাগে সহযোগিতা করার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (৮ মে) আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার পর এ দাবি জানায় দলটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

এ সময় ১২ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানের হাতে স্মারকলিপি তুলে দেয়।


স্মারকলিপিতে বলা হয়, ‘গণমাধ্যমের তথ্য মতে, অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় ডামি রাষ্ট্রপতি, হত্যা মামলার আসামি আবদুল হামিদ তার ছেলে ও শ্যালককে নিয়ে বৃহস্পতিবার (৮ মে) রাত ৩টা ৫ মিনিটের দিকে ছেড়ে পালিয়েছেন। আপনার সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকা অবস্থায় কিভাবে তিনি পালালেন? ডামি রাষ্ট্রপতি আবদুল হামিদ একজন ফ্যাসিবাদের দোসর ও হত্যা মামলার আসামি। আমরা সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এই সময়ের মধ্যে যথাযথ জবাব, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে আনতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সসম্মানে চেয়ার ছাড়তে হবে।

অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তোলা হবে। যার জন্য দায়ী থাকবে অন্তর্বর্তীকালীন সরকার।’

স্মারকলিপিতে আরো বলা হয়, ‘এই সরকার ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, রাষ্ট্র সংস্কার, আহতদের পুনর্বাসন ও শহীদের যথাযথ মর্যাদা প্রদান ছিল আপনাদের ওপর জনগণের অর্পিত দায়িত্ব।

কিন্তু আপনারা ধীরে ধীরে সেই দায়িত্ব থেকে দূরে সরে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন। তাই গণ-অভ্যুত্থানের অংশীজনদের পক্ষ থেকে আপনাদের প্রতি ধিক্কার ও ঘৃণা প্রকাশ করছি।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
করিডরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল May 08, 2025
img
যারা ৭১ এ গণহত্যায় সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে: মির্জা ফখরুল May 08, 2025
আ.লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রিজভী May 08, 2025
img
চবির সবচেয়ে বড় সমাবর্তনে বাজেট ১৪ কোটি, বক্তা ড. ইউনূস May 08, 2025
নিবন্ধনের বাইরে ছয় লাখ বিদেশি, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার May 08, 2025
চার নেতা ও গণঅভ্যুত্থানে শ'হি'দদের সাংবিধানিক স্বীকৃতির দাবি May 08, 2025
img
প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও May 08, 2025
বে টার্মিনালে কাজ পাবে ২৫ হাজার মানুষ! May 08, 2025
ব্যবসায়ীর সহজ-সরল স্বীকারোক্তি; ভোক্তা অধিকারের সতর্কবার্তা May 08, 2025
হয় চুপ্পুকে সরান-লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান’ May 08, 2025