তরুণ ভোটারদের টানতে বিএনপির ৩ সংগঠনের সেমিনার-সমাবেশ

বিএনপির শীর্ষ তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে তারুণ্যের সেমিনার ও সমাবেশ। আগামীকাল শুক্রবার (৯ মে) চট্টগ্রাম বিভাগে প্রথম দফার কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিএনপির লক্ষ্য হচ্ছে, এসব কর্মসূচির মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে বিএনপির ঘোষিত ৩১ দফা তুলে ধরে তরুণ-যুবক ভোটারদের আকৃষ্ট করা। পাশাপাশি তরুণরা আগামী দিনে কেমন বাংলাদেশ দেখতে চায়, সে বিষয়ে তাদের মতামত নেওয়া।

বিএনপি নেতারা বলছেন, বিএনপির এই তিন সংগঠনের ৪ দফার মাসব্যাপী কর্মসূচিতে দলের নেতাদের পাশাপাশি সমাজের বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞ ও তরুণ ইনফ্লুয়েন্সাররা অংশ নেবেন। তারা বিএনপির ৩১ দফার গুরুত্ব এবং আগামী দিনে বিএনপি তরুণদের জন্য কী ধরনের উদ্যোগ নেবে, তা তুলে ধরবেন। একই সঙ্গে এসব সেমিনার থেকে আগামী দিনের বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা কী, সেই মতামত নেবে বিএনপি।

মাসব্যাপী এসব কর্মসূচির প্রথম পর্বে আগামীকাল ৯ মে (শুক্রবার) বিকেল ৩টায় চট্টগ্রামের চট্টেশ্বরী রোডের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া সেমিনারে অংশ নেবেন সমাজের বিভিন্ন সেক্টরের ইনফ্লুয়েন্সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক ড. আব্দুল্লাহ্-আল-মামুন, যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির শিক্ষক ড. জামাল উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজরীন খান, রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্ট ডা. জাহেদ উর রহমান, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, বিশ্বখ্যাত টেকনোলজি কোম্পানি ওরাকলের সিনিয়র ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মুনীর, অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, যুক্তরাষ্ট্রের স্যানট্যান্ডার ব্যাংকের সিনিয়র ডিরেক্টর শাফকাত রাব্বী এবং বাংলাদেশের বৃহত্তম ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ।

পরের দিন ১০ মে চট্টগ্রাম পলো গ্রাউন্ড ময়দানে বেলা ২টায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, তরুণ ভোটারদের যে মনোযোগের পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে সামনে রেখেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। সেই ৩১ দফার আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় বিভাগীয় শহরে সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপির নেতারা আরও বলছেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের পর থেকে একটি পক্ষ নিজেদেরকে তরুণদের দল কিংবা তরুণদের প্রতিনিধি দাবি করছে। তারা নানাভাবে তরুণ ভোটারদের নিজেদের পক্ষে টানার চেষ্টা করছে। তাদের এই দাবি যে পুরোপুরি সত্য নয় এবং তরুণরা এককভাবে কোনো দলের সমর্থক নয়— সেটাও প্রমাণ পাওয়া যাবে এসব সেমিনারে। একই সঙ্গে এসব সেমিনার থেকে আগামী দিনের রাষ্ট্র নিয়ে তাদের কী ভাবনা-চিন্তা, সেগুলোও জানা যাবে।

যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না  বলেন, বাংলাদেশে চার কোটি ভোটার তরুণ। তাদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালনা করতে পারি, তাহলে আগামী দিনে বাংলাদেশে পরিবর্তন সম্ভব। তার জন্য সঠিক নেতৃত্ব দরকার। আমি মনে করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অত্যন্ত মেধাবী, দক্ষ ও সৎ। তার মধ্যে দেশপ্রেম, সততা— সব গুণ বিদ্যমান। তিনি মুখে যেটা বলেন, অন্তরেও সেটা ধারণ করেন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ তারেক রহমানের প্রতি আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন। তিনি পারবেন বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে, একটি উন্নত বাংলাদেশে পরিণত করতে।
যুব সমাজ ও তরুণদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে, এটা কারও একক সম্পত্তি নয় উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, সবাই মিলে তরুণ-যুবসমাজকে নার্সিং করতে হবে। যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপি উপযুক্ত প্ল্যাটফর্ম।

ছাত্রদলের সভাপতি রাশেদ ইকবাল খান ঢাকা পোস্টকে বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের প্রত্যাশা আগামী দিনের তারুণ্যনির্ভর বাংলাদেশ। সেই বাংলাদেশ বিনির্মাণের মাঠপর্যায়ের তরুণরা সত্যিকার অর্থে কী ভাবে, ছাত্রদলের রাজনীতিকে তারা কোন দৃষ্টিতে দেখতে চায়— সেগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে ও জানতে চাই।

ছাত্রদল নিয়ে তাদের যদিও কোনো সংস্কারের প্রত্যাশা থাকে, সেই মতামতগুলো আমরা শুনব। তরুণদের সেই মতামতগুলো আমরা পরবর্তী সময়ে সংগঠনে বাস্তবায়ন করার চেষ্টা করব বলেও উল্লেখ করেন রাশেদ ইকবাল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা পোস্টকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, বিএনপি ও যুগপৎ আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে শুরু হচ্ছে মাসব্যাপী কর্মসূচি। এসব কর্মসূচিতে গুরুত্ব পাবে বিষয়ভিত্তিক পলিসি ডায়লগ— কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি ও রাজনৈতিক অধিকারসহ নানা বিষয়ে তরুণদের ভাবনা। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশ্বাস করেন, তরুণরাই দলের চালিকা শক্তি। আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণদের সম্পৃক্ততার বিকল্প নেই। তাই তিনি তরুণদের নিয়ে এই আয়োজনের অভিনব পরিকল্পনা করেছেন। বিএনপি তারুণ্যনির্ভর দল হিসেবে সবসময় তরুণদের মূল্যায়ন করেছে। এই আয়োজন তারই বহিঃপ্রকাশ।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচির দ্বিতীয় দফায় ১৬–১৭ মে খুলনা ও বরিশাল বিভাগে যৌথভাবে ১৬ মে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার হবে। আর ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

তৃতীয় দফায় রাজশাহী ও রংপুর বিভাগে যৌথভাবে ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং ২৪ মে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।

চতুর্থ দফায় ২৭ থেকে ২৮ মে ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে যৌথভাবে প্রথম দিন ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং দ্বিতীয় দিন তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা হাসনাতের May 08, 2025
img
করিডরের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না : মির্জা ফখরুল May 08, 2025
img
যারা ৭১ এ গণহত্যায় সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে: মির্জা ফখরুল May 08, 2025
আ.লীগের কারা বিএনপিতে যোগ দিতে পারবেন, জানালেন রিজভী May 08, 2025
img
চবির সবচেয়ে বড় সমাবর্তনে বাজেট ১৪ কোটি, বক্তা ড. ইউনূস May 08, 2025
নিবন্ধনের বাইরে ছয় লাখ বিদেশি, বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার May 08, 2025
চার নেতা ও গণঅভ্যুত্থানে শ'হি'দদের সাংবিধানিক স্বীকৃতির দাবি May 08, 2025
img
প্রথমবারের মতো হকি বিশ্বকাপে বাংলাদেশের দুই আম্পায়ারও May 08, 2025
বে টার্মিনালে কাজ পাবে ২৫ হাজার মানুষ! May 08, 2025
ব্যবসায়ীর সহজ-সরল স্বীকারোক্তি; ভোক্তা অধিকারের সতর্কবার্তা May 08, 2025