পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে আজ (বৃৃহস্পতিবার) ভারতের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম এলাকা। ঝুঁকি বিবেচনায় প্রথমে আজকের খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে ম্যাচটি স্থগিত করা হয়েছে।
রাওয়ালপিন্ডিতে এদিন পেশোয়ার জালমি এবং করাচি কিংস মুখোমুখি হওয়ার কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। কিন্তু ম্যাচের ভেন্যুর পাশেই স্থানীয় সময় সকালের দিকে আচমকা ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। যে কারণে নতুন করে শঙ্কা নেমে এসেছে দেশটিতে।
এদিকে বাংলাদেশি দুই ক্রিকেটারের ফেরা নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। সেক্ষেত্রে আজ টুর্নামেন্ট কর্তৃপক্ষের সঙ্গেও তাদের আলোচনা হয়েছে। জানা গেছে, চাটার্ড ফ্লাইটে করে বিদেশিদের দুবাই পর্যন্ত পৌঁছে দেবে পিসিবি। এরপর ক্রিকেটাররা যার যার গন্তব্যে চলে যাবেন।
ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটাই নিশ্চিত করেছে। সেক্ষেত্রে নাহিদ রানা এবং রিশাদ হোসেনদেরও দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার কথা রয়েছে পাক ক্রিকেট বোর্ডের। সেখান থেকেই দেশের বিমান ধরবেন তারা। তবে কবে নাগাদ তারা দেশে ফিরবেন সেটি এখনও জানা যায়নি।
এদিকে, নিরাপত্তা শঙ্কায় পড়েছে পুরো পিএসএল টুর্নামেন্ট। প্রথমে লাহোর ও রাওয়ালপিন্ডি থেকে কেবল ম্যাচ সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠলেও, পাকিস্তান থেকেই আসর সরে যেতে পারে বলে জানিয়েছে ক্রিকবাজ। তাদের দাবি– পিএসএলের সূচিতে বিঘ্ন ঘটতে পারে চলমান আন্তঃরাষ্ট্রীয় উত্তেজনার কারণে। সে কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা কাতারের দোহায় পিএসএল সরিয়ে নিতে পারে পিসিবি। পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার পরই তারা আজকের (বৃহস্পতিবার) করাচি কিংস বনাম পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার বলছে, আজ বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে পিসিবি জরুরি সভায় বসেছে। পিএসএল এবং তাদের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর বিষয় বিবেচনায় রয়েছে তাদের। পিএসএলের বাকি ১০ ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হতে পারে, তবে এটি নির্ভর করছে লজিস্টিক্যাল সরঞ্জাম ব্যবস্থাপনার ওপর।
আরআর/এসএন