ভারতীয় ২টি রাফাল ভূপাতিত : দাবি মার্কিন কর্মকর্তাদের, চুপ দিল্লি

ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার মধ্যে অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তাদের ভাষ্য অনুযায়ী, পাকিস্তান চীনের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বিমানগুলোতে হামলা চালিয়েছে।

বুধবার (৮ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, "আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, পাকিস্তান তাদের চীনা-নির্মিত জেএফ-১৭ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আকাশে থাকা অন্তত দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।"

আরেক মার্কিন কর্মকর্তা জানান, ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল জেট। এটি ভারতীয় বিমানবাহিনীর অন্যতম অত্যাধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত।

এদিকে ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাও রাফাল ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, “ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে। এটিই যুদ্ধক্ষেত্রে রাফাল ধ্বংসের প্রথম নিশ্চিত ঘটনা।”

তবে ভারত সরকার এখনো কোনো যুদ্ধবিমান হারানোর বিষয়টি স্বীকার করেনি। বরং ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সফলভাবে পাকিস্তানের অভ্যন্তরে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে।

পাকিস্তান বলছে, তারা ভারতের মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, পাকিস্তানি হামলায় অন্তত ৫০ ভারতীয় সেনা নিহত হয়েছেন।

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র বলেন, “এই বিষয়ে সরকারিভাবে সময়মতো তথ্য জানানো হবে।” তবে তিনি পাকিস্তানের দাবিগুলো নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান।

এর আগে, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ চালায় বলে দাবি করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই অভিযানে পাকিস্তানের ভেতরে শতাধিক মানুষ নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে ভারতীয় পররাষ্ট্রসচিবও কোনো মন্তব্য করেননি।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
‘আমরা যুদ্ধ চাই না’: সীমান্তে আতঙ্কে কাশ্মীরিরা May 09, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের May 09, 2025
img
রাজনৈতিক দলের সঙ্গে দ্রুত পরবর্তী আলোচনার নির্দেশ প্রধান উপদেষ্টার May 09, 2025
img
শাবনূরের জন্য ১৭ বার বাথরুমে গেলেন জায়েদ খান May 09, 2025
img
রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ আলম May 09, 2025
img
‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদেরও বিচার দাবি শিবির সেক্রেটারির May 09, 2025
img
আন্দোলনের চার ঘণ্টায়ও প্রধান উপদেষ্টার সাড়া মেলেনি May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতাকে রাজপথে আসার আহ্বান শিবির নেতার May 09, 2025
img
খেলার জার্সি পরে যমুনার সামনে রমনার ডিসি মাসুদ May 09, 2025
img
আ. লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা শিবিরের, রাস্তায় কেন্দ্রীয় নেতারা May 09, 2025